আমরা কজন তরফে নরনারায়ণ সেবার আয়োজন করা হলো

0
171

গঙ্গারামপুরে বড় বাজারে আমরা কজন তরফে নরনারায়ণ সেবার আয়োজন করা হলো,উপস্থিত হলেন বহু মানুষজন শীতল চক্রবর্তী বালুরঘাট ৫ ই নভেম্বর দক্ষিণ দিনাজপুর। আমরা কজনের পরিচালনায় ও ব্যবস্থাপনায় বিরাট আকারে নরনারায়ণ সেবার আয়োজন করল এলাকার যুবকেরা। বুধবার দুপুর থেকে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ৭নম্বর ওয়ার্ডের বড়বাজারে মিত্র সংঘ ক্লাবের পাশে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়।সেখানে প্রচুর মানুষজন খাওয়া-দাওয়া করতে ভিড় জমান। প্রতিবছরই কালীপুজোর পরে গঙ্গারামপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বড় বাজারে আমরা কজনের তরফে এই ধরনের নরনারায়ন সেবার আয়োজন করা হয়।যদিও এবছর বিরাট আকারে নর নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল। খাবারের মধ্যে উদ্যোক্তারা রাস পূর্ণিমার পূর্ণ তিথি থাকায় নিরামিষের বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করেন। যা সন্তুষ্টভাবে খান বহু মানুষজন। কমিটির উদ্যোক্তা বাবু চৌধুরী জানিয়েছেন,”আমরা মাইক যোগে শহরে ও আশপাশের গ্রাম পঞ্চায়েত গুলিতে মানুষজনদের অংশগ্রহণের জন্য আবেদন করেছিলাম।প্রচুর মানুষ আমাদের নারোনারায়ন সেবায় উপস্থিত হয়েছেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here