একটি মিনারেল ওয়াটার জলের কারবানায় প্রশিক্ষন দেওয়া হল-এমন প্রশিক্ষনের আয়োজন

0
289

বিআইএস বিভাগের তরফে গঙ্গারামপুর শহর ও ব্লকের প্রায় ৪টি স্কুলের ৬০জন ছাত্র ছাত্রীদের গঙ্গারামপুরের কালদিঘীতে অবস্থিত একটি মিনারেল ওয়াটার জলের কারবানায় প্রশিক্ষন দেওয়া হল-এমন প্রশিক্ষনের আয়োজন করায় কারখানার মালিক থেকে স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীরাও দারুন খুশি
গঙ্গারামপুর ২৬জুন দক্ষিন দিনাজপুর-বিশুদ্ধ মিনারেল জল কিভাবে তৈরি করা হয় সে বিষয় ছাত্র ছাত্রীদের ধারনা দিতে বি আই এস বিভাগের তরফে বিশেষ প্রশিক্ষন দেবার ব্যবস্থা করা হল একটি বিশুদ্ধ জলের কারবানায়। ২৫ ও ২৬জুন দুদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের কালদিঘীতে অবস্থিত একটি মিনারেল ওয়াটার জলের কারখানায় গঙ্গারামপুর শহর ও ব্লকের পায় নামকরা ৪টি স্কুলের ৬০জন ছাত্র ছাত্রীদের কিভাবে বিশুদ্ধ জল তৈরি হয় উপরে প্রশিক্ষন দেওয়া হয়।এমন প্রশিক্ষনের আয়োজন করায় কারবানার মালিক থেকে ভুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীরাও দারুন বুশি।
জানা গিয়েছে ,গঙ্গারামপুর ব্লকের কালদিঘীতে অবস্থিত একটি মিনারেল ওয়াটার জলের কারখানায় কোলকাতা থেকে চিঠি পাঠায় কোলকাতার বিআইএস বিভাগ থেকে। চিঠি পেতেই মিনারেল ওয়াটার জলের কর্ণধর নরেশ সরকারকে ২৫/২৬ তারিখ বিশুদ্ধ মিনারেল জলের কারবানায় গঙ্গারামপুর শহর ও ব্লকের মধ্যে অবস্থিত ৪টি নাকমরা স্কুলের ছাত্র ছাত্রীরা কিভাবে কারখানায় বিশুদ্ধ পানির জল তৈরি হয় তার উপরে প্রশিক্ষন দিতে হবে। এর পরেই নরেশ সরকার প্রশিক্ষন দেবার সমস্ত ব্যবস্থা করেন।
জানা গিয়েছে গঙ্গারামপুর ব্লকের নয়াবাজার হাইস্কুলের ১৫জন ঠ্যাঙ্গাপাড়া হাইস্কুলের ১৫ জনগঙ্গারামপুর হাইস্কুলের ১৫জন, নিরাঞ্জন ঘোষ স্মৃতী বিদ্যাপীঠের ১৫জন ও ফুলবাড়ী হাইস্কুলের ১৫জন সব মিলিয়ে ৪টি স্কুলের ৬০জন ছাত্রছাত্রী কালদিঘীতে অবস্থিত বিশুদ্ধ মিনারেল ওয়াটার জলের কারখানার ল্যাব অ্যাটেনডেন্ট যারা ছিল তাঁরা ওই সমস্ত ছাত্রছাত্রীদের কিভাবে জল তৈরি হয় আর কিভাবে বিশুদ্ধ হল পাওয়া যায় তার উপরে প্রশিক্ষন দেনাটি ডি এসপি ডি এস মানে কি জলো মধ্যে কি থাকা দরকার কি জল খেলে মানুষের শরীরস্বাস্থ্য ভালো থাকবে তাঁর উপরে প্রশিক্ষন দেওয়া হয় ছাত্র ছাত্রীদের।
বিআইএস বিভাগের কোলকাতা অফিসার মৃত্যুঞ্জয় প্রসাদ জানিয়েছেন, ছাত্র ছাত্রীদের মধ্যে বিশুদ্ধ জলের ধারনা তৈরি করার জন্য এমন উদ্যাগ নেওয়া হয়েছে। এবিষরে নরেশ ঘোষ নামে কলাদিগীতে অবস্থিত নামকরা মিনারেল ওয়াটার জলের কারখানায় কর্নধর জানিয়েছেন, কি জল খেলে মানুষের শরীরস্বাস্থ্য ভালো থাকবে তাঁর উপরে প্রশিক্ষন দেওয়া হয় ছাত্র ছাত্রীদের। এর ফলে বিশুদ্ধ জল খেলে কি উপকার হয় তাঁর উপরে প্রশিক্ষন
দেওয়া হয়েছে । গঙ্গারামপুর হাইস্কুলের শিক্ষক নাজমুল হক, ফুলবাড়ী হাইস্কুলের শিক্ষক বিশ্বনাথ বসাকেরা জানিয়েছেন, এমন প্রশিক্ষনের মধ্যে দিয়ে বিশুদ্ধ জলের উপরে ছাত্রছাত্রীরা আরো বেশি ধারনা তৈরি হবে।
গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়ী স্কুলের এক ছাত্রী জানিয়েছেন, আমরা এমন প্রশিক্ষনের মধ্যে দিয়ে আমাদের নতুন ধারনা তৈরি হল। অনেক জানতে পারলামা। এমন প্রশিক্ষনের আয়োজন করায় কারখানার মালিক থেকে স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীরাও দারুন খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here