কোচবিহার:- শুক্রবার মাথাভাঙ্গা ১ ব্লকের মাঝিরবাড়ি থেকে গোপালপুর পর্যন্ত রাস্তা পথশ্রী প্রকল্পে রাস্তার শিলান্যাস করার পরও কাজ শুরু হয়নি।রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে।যাত্রী নিয়ে চলাচল করতে সমস্যায় পড়ছেন টোটো চালকরা ও। এদিন দ্রুত পাকা রাস্তার কাজ শুরুর দাবিতে পথ অবরোধ করেন টোটো চালকরা।
স্থানীয় ও টোটো চালকদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল,প্রায় ১০ মাস রাস্তাটির শিলান্যাস হয় কিন্তু কাজ শুরু হয়নি।যাতায়াত করার ক্ষেত্রে ব্যাপক সমস্যায় এলকার সাধারন মানুষ।তাই তাড়াতাড়ি কাজ শুরুর দাবিতে এদিনের এই পথ অবরোধ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর শুক্রবার মাথাভাঙ্গা ১ ব্লকের মাঝিরবাড়ি থেকে গোপালপুর পর্যন্ত রাস্তা পথশ্রী প্রকল্পে রাস্তার...























