গঙ্গারামপুরে ব্যাংকে কাজ করে বাড়ি ফেরার পথে সর্বমঙ্গলা এলাকার এক যুবক নিখোঁজ হওয়া ঘটনায় শোরগোল পড়েছে, থানায় হলো লিখিত অভিযোগ দায়ের তদন্তে পুলিশ ২০ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর। ব্যাংকে কাজ সেরে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে। চাঞ্চলকের ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা চৌপথি এলাকায়। নিখোঁজ হওয়া ওই যুবকের বাড়ি গঙ্গারামপুর থানার সর্বঙ্গলা এলাকায়।গঙ্গারামপুর থানা এবিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।কেউ যদি খোঁজ পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করার জন্য স্থানীয় থানায় অনুরোধ করা হচ্ছে পরিবারের লোকজনদের তরফে।ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে। গঙ্গারামপুর থানা সূত্রে জানা গেছে নিখোঁজ হওয়া ওই যুবকের নাম বিক্রম চৌধুরী বয়স ২৪ বছর। তোর পিতার নাম গৌতম চৌধুরী ,বাড়ি গঙ্গারামপুর থানার সর্বমঙ্গলা এলাকায়। নিখোঁজ হওয়া যুবকের উচ্চতা ৬ফিট, গায়ের রং ফর্সা, হারিয়ে যাবার সময় পড়নে গেঞ্জি ও সাট ছিল। নিখোঁজ হওয়া যুবকের পরিবার সূত্রে খবর, বিশেষ প্রয়োজনে সে গঙ্গারামপুরে একটি ব্যাংকে কাজ করতে গিয়েছিল। কিন্তু ব্যাংকের কাজ করে আসার পরে সে আর বাড়িতে ফিরেনি। বহু জায়গায় খোঁজখবর করার পরে যুবকের কোন সন্ধান না পেয়ে স্থানীয় থানায় লিখেছ যুবকের বাবা গৌতম চৌধুরী থানায় অভিযোগ দায়ের করেছেন। নিখোঁজ হওয়া যুবকের বাবা গৌতম চৌধুরী সকলের কাছে অনুরোধ করে জানিয়েছেন , যদি ছবিটি দেখে ছেলেকে কেউ চিনতে পারেন তাহলে স্থানীয় থানায় অথবা 7797677917 ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা খুবই বেদনার মধ্যে রয়েছি ছেলেকে খুঁজে না পেয়ে । এবিষয়ে নিখোঁজ যুবকের দাদা গঙ্গারামপুরে কালদিঘি এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী পুলক চৌধুরী জানিয়েছেন, ভাইকে যদি কেউ ছবি দেখে চিনতে পারেন তাহলে অবশ্যই।9733302624 ফোন নম্বরে ফোন করুন অথবা স্থানীয় থানায় যোগাযোগ করুন। গঙ্গারামপুর থানা জানা গেছে, নিখোঁজ হওয়া যুবকের খোঁজে সব ধরনের নিয়ম পালন করা হয়েছে। কেউ খোঁজ পেলেই যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। এমন ঘটনায় শোরগোল পড়েছে এলাকা জুড়ে
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর গঙ্গারামপুরে ব্যাংকে কাজ করে বাড়ি ফেরার পথে সর্বমঙ্গলা এলাকার এক যুবক নিখোঁজ...