মালদা:-সমর মুখোপাধ্যায়ের পর এবার সাবিত্রী মিত্র। মোকাবিলায় রাজ্য সরকারের সেচ দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ দলীয় বিধায়কের। শুরুর রাজনৈতিক তরজা। নাটক বলে কটাক্ষ বিজেপির।
গত কয়েকদিন ধরেই মালদা জেলার বিভিন্ন জায়গায় গঙ্গা ফুলার ও মহানন্দা নদীতে জলস্ফিতির পাশাপাশি শুরু হয়েছে ভাঙ্গন। মানিকচকের শংকরটোলা ঘাটে, ভাঙ্গন মোকাবিলার কাজ দেখতে গিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের। সরাসরি ঘটনাস্থল থেকেই শেষ দপ্তরের আধিকারিক কে ফোনে তার ক্ষোভ প্রকাশ করেন। এসব বরদাস্ত করা হবে না বলে তার দাবী।
পাল্টা তৃণমূল বিধায়ক কে কটাক্ষ বিজেপির।
প্রসঙ্গত কয়েকদিন আগেই, রতুয়ায় গঙ্গা ভাঙ্গন মোকাবিল এর কাজ নিয়ে সেচ মন্ত্রীর মানস ভূঁইয়া কে মিথ্যেবাদী বলে কটাক্ষ করেছিলেন রতুয়ার তৃণমূল বিধায়ক, সমর মুখোপাধ্যায়।
এবার আবার সেচ দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ আরেক তৃণমূল বিধায়কে