মালদা:-মালদার হরিশ্চন্দ্রপুরে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় এবার জোরালো রাজনীতি। মৃতের বাড়িতে গিয়ে বিজেপি পরিবার বলে দাবি বিজেপি নেতা সায়ন্তন বসুর। তিনি বলেন রাজ্যের সাথে মালদা জেলাতে শাসকদল তালিবানি শাসন চালাচ্ছেন।

জানা গিয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর গণপিটুনিতে মৃত্যু হয় প্রতাপ মন্ডল নামে এক ব্যক্তি। এরপর হরিশ্চন্দ্রপুর থানা অভিযোগ দায়ের হলেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো মূল অভিযুক্তরা অধরা। আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন। ঘটনায় শুক্রবার জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল কে সঙ্গে নিয়ে রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু মৃতের বাড়িতে যাই। এরপর মৃতের পরিবারের সঙ্গে দীর্ঘক্ষন কথা বলেন। সায়ন্তন বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পশ্চিমবঙ্গের তালিবানি শাসন চলছে। বিজেপি করলে পিটিয়ে খুন করা হচ্ছে।