বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু তরুণের বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে গঙ্গারামপুরে সিপিআইএমের মিছিল
শীতল চক্রবর্তী
গঙ্গারামপুর, ২২ ডিসেম্বর, দক্ষিণ দিনাজপুর:
বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর ধর্মীয় মৌলবাদীদের বর্বরোচিত নিসংসতার প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে সোমবার বিকেলে গঙ্গারামপুরে মিছিল করল সিপিআইএম। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এরিয়া কমিটির উদ্যোগে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল থেকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু তরুণ দিপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত দোষীদের কঠোর শাস্তির দাবি তোলা হয়। পাশাপাশি বাংলাদেশের মৌলবাদীদের ভারত-বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয় এবং ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বন্ধ করার দাবি ওঠে।
এছাড়াও বাংলাদেশে সংবাদমাধ্যমের উপর হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং সংখ্যালঘুদের উপর চলা নির্যাতন অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয় মিছিল থেকে।
সোমবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ মিছিলটি সিপিআইএমের গঙ্গারামপুর এরিয়া কমিটির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ৫১২ নম্বর জাতীয় সড়ক ধরে বাসস্ট্যান্ড, চৌপথি মোড় ও বিদ্রোহী মোড় পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএমের গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদকসহ জেলা নেতৃত্ব অচিন্ত্য চক্রবর্তী, মানবের চৌধুরী, গৌতম গোস্বামী সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।


























