পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হলো তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন মেম্বার তথা কিষান সেলের ব্লক কমিটির বর্তমান সদস্য মেহবুব আলোমকে।

0
519

মালদা:-পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হলো তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন মেম্বার তথা কিষান সেলের ব্লক কমিটির বর্তমান সদস্য মেহবুব আলোমকে। ঘটনার জের চাঞ্চল্য ছড়ালো সম্পুর্ণ এলাকা জুড়ে। কে বা কারা এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তদন্তের জন্য থানায় দ্বারস্থ হলেন মেহবুব আমল।

উল্লেখ্য মালদার হরিশ্চন্দ্রপুররের কুশিদা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে ঘটনা। বৃহস্পতিবার দিন রাত বারোটা নাগাদ মেহবুব আলমকে পুড়িয়ে মারার চেষ্টা করাল দুষ্কৃতীরা। একদল দুষ্কৃতী ঘরের ভিতরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেই। আগুন দেখে চিৎকার শুরু করে দেই।আগুনের জেরে মেহবুব আলমের হাত পা পুড়ে যায়,অল্পের জন্য রক্ষা পায় তার স্ত্রী সহ সন্তান। চিৎকার শুনে এবং আগুন দেখে পাড়া প্রতিবেশীর লোকেরা ছুটে আসে এবং সাহায্যের হাত বাড়ায়।

মেহবুব আলোম জানায় রাত্রি বারোটা নাগাদ আমার শোয়ার ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় একদল দুষ্কৃতী।চিৎকার শুনে চম্পট দেয়। সপরিবার কে পুড়িয়ে মারার চেষ্টা করছিল।তাই পুলিশি তদন্তের জন্য থানায় অভিযোগ দায়ের করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here