পান সমিতিতে অবস্থিত অভিনব চেস একাডেমী তরফে রাজ্যস্তরে চেস বা “দাবা”খেলার আয়োজন হতে চলেছে

0
64

গঙ্গারামপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে পান সমিতিতে অবস্থিত অভিনব চেস একাডেমী তরফে রাজ্যস্তরে চেস বা “দাবা”খেলার আয়োজন হতে চলেছে,আগামী ২১ ডিসেম্বর রবিবার গঙ্গারামপুরের চিত্তরঞ্জন স্পোটিং এন্ড কালচারাল ক্লাবে,অংশগ্রহণ করতে দ্রুত যোগাযোগ করতে পারেন ৭৯০৮০৬৭৩৮২ নম্বরে শীতল চক্রবর্তী বালুরঘাট ১৬ই ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে একদিনের রাজ্যস্তরের চেস অর্থাৎ “দাবা টুর্নামেন্টের” আয়োজন হতে চলেছে আগামী ২১ডিসেম্বর ২০২৫রোজ রবিবার।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ১৭নম্বর ওয়ার্ডের পান সমিতিতে অবস্থিত অভিনব চেস”অর্থাৎ দাবা একাডেমির তরফে গঙ্গারামপুর শহরের চিত্তরঞ্জন স্পোর্টিং এন্ড কালচারাল ক্লাবে টুর্নামেন্টের আয়োজন হতে চলেছে।ওপেন ক্যাটাগরি, এস গ্রুপ আন্ডার ৮,আন্ডার ১০,আন্ডার ১২এন্ড আন্ডার ১৪ মতো ৬০জন প্রতিযোগী অংশগ্রহণ করবে সারা রাজ্য থেকে। গঙ্গারামপুর পুরসভা ১৭নম্বর ওয়ার্ডের পান সমিতিতে অবস্থিত অভিনব চেস একাডেমি সূত্রে জানা গেছে,”চেস বলতে এখানে “দাবা” খেলাকে বুঝানো হয়েছে। দাবা খেলা হচ্ছে বুদ্ধির খেলা।যা যে কোনো বয়স থেকেই যে কেউ অংশগ্রহণ করে বুদ্ধির প্রমাণ দিতে পারবে। ছোট বড় সকলেরই বুদ্ধির খেলা এই দাবা।এই ধরনের খেলার মধ্য দিয়ে মানুষজনদের চিন্তা ভাবনা অনেক বিকাশ ঘটে।পুরস্কার হিসেবে ওপেন ক্যাটাগরিতে ক্যাশ প্রাইস রয়েছে,চ্যাম্পিয়ন ও যে প্রথম হবে তাকে পুরস্কার দেওয়া হবে। সেই সঙ্গে যারা রানার হবে তাদেরকে ট্রফি দেওয়া হবে।সঙ্গে ক্যাস প্রাইজ দেওয়া হবে।এস গ্রুপেও পুরস্কার থাকছে।আসন সংখ্যা রয়েছে সীমিত।যদি কোন প্রতিযোগী এমন খেলায় অংশগ্রহণ করতে চায় তাহলে ৭৯০৮০৬৭৩৮২ এই নম্বরে যোগাযোগ করতে হবে। অভিনব চেস বা “দাবা” একাডেমীর তরফে সংস্থার কর্ণধর জয়ন্তী ঝা( চক্রবর্তী) বলেন,”উত্তরবঙ্গের মানুষজনেরা চেস বা “দাবা” খেলাতে খুব একটা মনোযোগী নন।তাই তিনি চাইছেন এমন খেলা উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়ুক।প্রতিটি মানুষ তার বুদ্ধির প্রমাণ দেক সেই কারনেই এমন রাজ্যস্তরের খেলার আয়োজন করা হয়েছে।” এই সংস্থার উদ্যোগে এমন খেলায় যে উল্লেখযোগ্য ভিড় হবে সে বিষয়ে বলার কোন অপেক্ষা রাখে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here