হেমতাবাদের বিদ্রোহী ক্লাবের কালীমন্দির থেকে স্বর্নালঙ্কার চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার

0
833

হেমতাবাদ:—-হেমতাবাদের বিদ্রোহী ক্লাবের কালীমন্দির থেকে স্বর্নালঙ্কার চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃতদের পাঁচদিনের পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে আজ রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ।

গতকাল হেমতাবাদ থানার ঢিল ছোড়া দূরত্বে কালী মন্দির থেকে প্রতিমার পড়নে স্বর্নালঙ্কার এবং প্রনামী বাস্ক থেকে টাকা পয়সা নিয়ে চম্পট দেয় দুস্কৃতিরা। সকালে মন্দির পরিস্কার করতে এসে ঘটনাটি দেখতে পান। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হেমতাবাদ থানার সেন্ট্রিপোস্টের ঘর থেকে এই মন্দির দেখা যায়। থানার সেন্ট্রিতে সবসময় পুলিশ মোতায়ন থাকা সত্বেও কিভাবে মন্দির থেকে চুরি হল এই নিয়ে সাধারন মানুষের মধ্যে প্রশ্ন দেখা দেয়। পুলিশের কাছে মন্দির কমিটির পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন।পুলিশ অভিযোগ পাবার পরই রায়গঞ্জ থানার কসবা মহশা গ্রাম থেকে জয়দেব দাস এবং সুজন দাস নামে দুই জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ দুইজনকে গ্রেপ্তার করলেও উদ্ধার করা যায়নি স্বর্নালঙ্কারগুলি। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে আজ তাদের রায়গঞ্জ আদালতে পেশ করেছে হেমতাবাদ থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here