মাদক মামলায় অভিযুক্ত দুইজনকে ১২ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি এনডিপিএস কোর্ট

0
255

জলপাইগুড়ি:-

মাদক মামলায় অভিযুক্ত দুইজনকে ১২ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি এনডিপিএস কোর্ট। পাশাপাশি, এক লক্ষ টাকা জরিমানাও করা হয় দুই অভিযুক্তকে।সাজাপ্রাপ্ত দুই অভিযুক্তের নাম জাকতার সিং এবং রঞ্জিত সিং। দুজনেই পাঞ্জাব রাজ্যের বাসিন্দা।

২০১৯সালে ১লা সেপ্টেম্বর, জলপাইগুড়ি হলদিবাড়ি মোড়ে নাকা চেকিং এর সময় একটি ছোট গাড়ি আটক করেছিলো জলপাইগুড়ি কোতোয়াল থানার পুলিশি। তাতে তল্লাশি চালিয়ে প্রায় ২০৪কেজি গাজা উদ্ধার হয়। এরপরই গাড়িতে থাকা দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি ছিলো, গুয়াহাটি থেকে বিহারে পাচার করা হচ্ছিলো গাজাগুলি। এই ঘটনায় প্রায় চারবছর ধরে মামলা চলে জলপাইগুড়ি এনডিপিএস কোর্টে। অবশেষে বুধবার সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাজা ঘোষনা করেন বিচারক। আদালতের সহকারী সরকারী আইনজীবী প্রতীক ঝাঁ চক্রবর্তী জানিয়েছেন, অভিযুক্ত দুজনকেই ১২বছরের সশ্রম কারাদণ্ড নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি, দুজনকে একলক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দেন, জরিমানা অনাদায়ে আরও ২০দিনের কারদণ্ডের আদেশ দেওয়া হয়।

ভিস বাইট👇

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here