গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ গোটাহার মোড় এলাকায় এক নির্দল প্রার্থীর বাড়ি থেকে বহু নেশার  ইনজেকশন  উদ্বার করল

0
723
গঙ্গারামপুর ১৯জুন দক্ষিণ দিনাজপুর :-গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ গোটাহার মোড় এলাকায় এক নির্দল প্রার্থীর বাড়ি থেকে বহু নেশার  ইনজেকশন  উদ্বার করল, ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির পুলিশের এমন সাফল্যে খুশি হয়েছেন সকলেই।       গঙ্গারামপুর ১৯জুন দক্ষিণ দিনাজপুর।গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নিষিদ্ধ প্রচুর ইনজেকশন উদ্ধার করল একটি বাড়ি থেকে।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সীমান্তবর্তী এলাকার গোটাহার মোড় এলাকায়। গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপায়ন ভট্টাচার্যের সামনে ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্জ সুব্রত মহন্ত পুলিশ বাহিনী নিয়ে গিয়ে এমন অভিযান চালান।যদিও অভিযুক্তরা পালিয়ে যায় সেখান থেকে।মহকুমা  পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তকে খুব তাড়াতাড়ি ধরা পড়বে। ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশেরএমন সাফল্যে খুশি হয়েছেন সকলেই।
গঙ্গারামপুর থানার ফুলবাড়ীর ফাঁড়ির পুলিশ জানিয়েছে, এদিন বিকেলে গোপন সুত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার গোটাহারমোড় এলাকায় বাসিন্দা হবিবর রহমান ওরফে হবুর বাড়িতে তল্লাশিতে নামে পুলিশ। হবিবর রহমানের স্ত্রী মনোয়ারা বিবি নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছে বাসুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে। গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিককে সামনে রেখে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা সুব্রত মহন্ত, গঙ্গারামপুর থানার এসআই মিজানুর রহমান সহ বহু পুলিশ কর্মী এমন তল্লাশি অভিযানে নামে।
পুলিশ সুত্রে যানা গেছে, হবিবর রহমান ওরফে হবুর বাড়ি থেকে ৬২০০টি নেশার ইনজেকশন উদ্ধার করে।তাঁর স্ত্রী মনোয়ারা বিবি এবারের পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছে।পুলিশি সূত্রে খবর, দির্ঘদিন ধরেই হবিবর রহমান ওরফে হবু এমন নেশার ইনজেকশন বাংলাদেশে পাচারের কাজে যুক্ত রয়েছে বলে পুলিশের কাছে খবর ছিল।সেই খবর পেতেই গঙ্গারামপুর থানার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির পুলিশ অভিযানে গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপায়ন ভট্টাচার্যকে সামনে রেখে, গঙ্গারামপুর থানার এসআই মিজানুর রহমান, ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা ইনচার্জ এস আই সুব্রত মহন্ত,সহ বহু পুলিশ কর্মী এমন তল্লাশি অভিযানে নামে।সেখানেই হবিবর রহমান ওরফে হবুর বাড়ি থেকে ৬২০০টি নেশার ইনজেকসন উদ্ধার করে। ঘটনার খবর পেতেই সেখান থেকে পালিয়ে যায় হবিবর রহমান ওরফে হবু সহ তার নির্দল প্রার্থী স্ত্রী মনোয়ারা বিবি সহ বাড়ির সকলেই।
এবিষয়ে গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপায়ন ভট্টাচার্য জানিয়েছেন,গোপন সুত্রে খবর পেয়েই এমন অভিযানে নামা হয়েছে। অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।প্রায় ৬২০০টি ইনজেকশন উদ্ধার করে। যার দাম কয়েক লক্ষ টাকা।পাচারের উদ্দেশ্যেই এমন ইনজেকশন জড় করা হয়েছিল। অভিযুক্তরা খুব তাড়াতাড়ি গ্রেফতার হবে।
গঙ্গারামপুর থানার অন্তর্গত ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির পুলিশের এমন সাফল্যেকে সকলেই সাধুবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here