সংখ্যালঘু সংগঠনকে ঢেলে সাজানোর জন্য জেলা সংখ্যালঘু সেলের সহ সভাপতি করা হল তরুন যুবক রাজেশ সরকারকে

0
347

শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর, ১ ডিসেম্বর, দক্ষিণ দিনাজপুর-তৃণমুলের সংখ্যালঘু সেলের সংগঠনকে ঠেলে সাজানোর জন্য তরুন যুবককে সংগঠনের সহ সভাপতি করা হল। রাজ্যের মন্ত্রী ও চেয়ারপার্সনের সুপারিসে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের প্রাণসাগরের বাসিন্দা রাজেশ সরকারকে জেলা তৃণমুলের সংখ্যালঘু সেলের সহ সভাপতি করা হয়েছে। সংখ্যালঘুদের জন্য রাজেস ভালো কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র থেকে শুরু করে চেয়ারপার্সনও। তাঁর অভিভাবকের নির্দেশে সংখ্যালঘু মানুষজনদের জন্য সব সময় কাজ করে যাবেন বলে রাজেশ বাবু এদিন জানিয়েছেন। খুশি হয়েছেন সকল সংখ্যালঘু মানুষজনেরা।রাজনীতির পরিবার থেকে উঠে আসা গঙ্গারামপুর থানার প্রানসাগরের বাসিন্দা শিক্ষা জগতের মানুষ বলেই সকলের কাছেহ পরিচিত তরুন যুবক রাজেশ সরকার। এলাকার সংখ্যালঘু মানুষ থেকে শুরু করে সকলের জন্য তিনি সমাজসেবা মুলক কাজ করে যাবার নেশা তাঁর বহু দিনের। বিধানসভা ভোট থেকে পঞ্চায়েত নির্বাচন বা কিছু দিন আগে হয়ে যাওয়া গত বিধানসভা নির্বাচনে শাসকদলে হয়ে প্রচার করে সংখ্যালঘুদের কাছের মানুষ হয়ে যান বলে খবর। এর পরেই রাজেশবাবু ধীরে ধীরে বিপ্লব মিত্রের হাত ধরেই জেলার সংখ্যালঘু নেতা বলে সারা জেলায় মানুষজনদের জন্য প্রশংসা পেয়েছিলেন সংখ্যালঘু এই তরুন নেতা রাজেস সরকার বলে খবর। বর্তমানে তৃণমুলের সংখ্যালঘু সেলের রাজ্যে সভাপতি রয়েছেন তপনের রামপুর এলাকার বাসিন্দারা মোজাম্মেল হক।জেলা তৃণমুল সুত্রে খবর, সামনেই রয়েছে পৌরসভা ভোটের তোরজোড়। বর্তমান পরিস্থতিতে শাসকদল যে, সংখ্যালঘুদের ভোট পাখির চোখ করেছে সেবিষয়ে কোন সন্দেহ নেই। তাই সংখ্যালঘু ভোট ব্যাঙ্ককে আরো মজবুত করতে ও জেলার সংগঠনকে ঢেলে সাজানোর জন্য উদ্যোগ নেন তৃণমুলের রাজ্যে সংখ্যালঘু সেল 3 এজেলার তৃণমুলের অন্যতম নেতা তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, ও গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র।  কিছুদিন আগে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র রাজ্যে সংখ্যালঘু সেলের সভাপতি হাজি নুরুল ইসলামের কাছে তরুন সংখ্যালঘু যুবক শিক্ষা জগতের মানুষ বিশিষ্ট সমাজসেবী রাজেস সরকারকে জেলা সংখ্যালঘু সেলের সহ সভাপতি করার জন্য সুপারিশ করেন। সুপারিস করেন জেলা তৃণমুল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোজাম্মেল হক।   বুধবার মন্ত্রী বিপ্লব মিত্র ও চেয়ারপার্সন প্রশান্ত মিত্রের সুপারিসের পরে রাজ্যে সংখ্যালঘু সেল থেকে পাঠানো রাজেশ সরকারের নামে এজেলার সংখ্যালঘু সেলের সহ সভাপতির নিয়োগপত্র তুলেদেন রাজেশ বাবুর গঙ্গারামপুরের মিশনমোড়ের অফিসে জেলা সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোজাম্মেল হক।   পরে মন্ত্রী বিপ্লব বাবু এদিন জানিয়েছেন, সংখ্যালঘুদের এই সংগঠনকে ঢেলে সাজানোর দরকার ছিল। তাই এমন পদে রাজেশকে বসানোর জন্য বলা হয়েছিল। ও জেলায় ভালো কাজ করবে বলে আমি আশা করছি।   একই আশা প্রকাশ করেছেন জেলা তৃণমুলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোজাম্মেল হকও। তিনিও জানান, আমার সঙ্গে ও ভালো কাজ করবে বলে আশা রাখছি।    সংখ্যালঘু সেলের তৃণমুলের এজেলার সহ সভাপতি হবার পরে তরুন সংখ্যালঘু নেতা রাজেশ সরকার জানালেন, রাজ্যের মন্ত্রী তথা আমার অভিভাবক জেঠু বিপ্লব মিত্রের নির্দেশে সংখ্যালঘু মানুষজনদের জন্য সব সময় কাজ করে যাব।জেঠুর নির্দেশ ও বাবার দেখানো পথেই সব সময় চলব।     তরুন এই যুবক সংখ্যালঘু সেলের সহ সভাপতির পদে বসায় জেলার ৮টি ব্লকের প্রায় সমস্ত সংখ্যালঘু মানুষজন খুশি হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here