প্রতি বাড়িতেই চোলাই মদের কারখানা, নষ্ট হচ্ছে পরিবেশ। প্রতিবাদে বালুরঘাট থানার দ্বারস্থ মহিলারা

0
320

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১০ নভেম্বর:-বাড়িতে বাড়িতেই চোলাই মদের কারখানা। নষ্ট হচ্ছে পরিবেশ। একাধিকবার মদ বিক্রি বন্ধের দাবি জানিয়েও হয়নি কোন কাজ। বুধবার সকালে চোলাই মদ বিক্রির প্রতিবাদে বালুরঘাট থানার দ্বারস্থ হলেন গ্রামের মহিলারা। জানা গেছে, বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের ডুমইর, চকামদ সহ বেশ কয়েকটি গ্রামে দেদার বিক্রি হচ্ছে চোলাই মদ। গ্রামের প্রায় প্রতিটি বাড়ির মদ তৈরির কারখানাতেই তৈরি হচ্ছে চোলাই। আর যার জেরে শুধু পরিবেশই নষ্ট হচ্ছে না, মাদকাসক্ত হয়ে পড়ছে যুব সমাজ। তাই মদ বিক্রি বন্ধ করবার দাবিতে এদিন বালুরঘাট থানায় লিখিতভাবে অভিযোগ জানালেন বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের ডুমইর, চকামদ সহ বেশ কয়েকটি গ্রামের মহিলারা।

আর এই মদের আসর গ্রামে বসার ফলে এলাকায় বারছে নানান ধরনের অসামাজিক কার্যকলাপ বলেও অভিযোগ মহিলাদের। তাই মদ বিক্রি বন্ধ ও মদ তৈরির কারখানা বন্ধের দাবিতে বালুরঘাট থানায় লিখিতভাবে অভিযোগ জানান গ্রামের মহিলারা। অভিযোগ পেতেই ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে বালুরঘাট থানার আইসি অসীম গোপ।

অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের তরফে বাবলি বসাক বলেন, চোলাই মদের জেরে তিতবিরক্ত হয়ে উঠেছে অমৃতখন্ড এলাকার মহিলারা। প্রতি বাড়িতেই অবাধে তৈরি হচ্ছে এই বিষাক্ত মদ। আর যার জেরে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই তারা মহিলারা একত্রিতভাবে থানার দ্বারস্থ হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here