মেড ইন ফ্রান্স লিখা জারে ১২ কোটি টাকার সাপের বিষ উদ্ধার কুমারগঞ্জে

0
428

মেড ইন ফ্রান্স লিখা জারে ১২ কোটি টাকার সাপের বিষ উদ্ধার কুমারগঞ্জে, বাংলাদেশ সীমান্ত দিয়ে চীনে পাচার হচ্ছিল বলে অনুমান বিএসএফের

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৪ অক্টোবর— বাংলাদেশে পাচারের আগেই ১২ কোটি টাকার সাপের বিষ উদ্ধার করল বিএসএফ। চাঞ্চল্যকর ঘটনাটি  দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ সীমান্ত এলাকায়। একটি গোপন সুত্রে খবর পেয়ে ৬১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরা মেড ইন ফ্রান্স লিখা একটি কাচের জার ভর্তি ওই সাপের বিষ উদ্ধার করে। যদিও এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করতে পারেনি সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। উদ্ধার হওয়া জার ভর্তি সাপের বিষটি শনিবার রাতেই বালুরঘাট বনদপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ।
    বিএসএফ সূত্রের খবর অনুযায়ী উদ্ধার হওয়া ওই জারে ক্রিস্টাল বিষ রয়েছে। ভারত থেকে বাংলাদেশ হয়ে সাপের বিষ গুলি চীনে যাচ্ছিল বলেই প্রাথমিক তদন্তে অনুমান বিএসএফের। যদিও এনিয়ে সংবাদ মাধ্যমের সামনে তেমন কোন মন্তব্য করতে চাননি ৬১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরা। দক্ষিণ দিনাজপুরের সীমান্ত এলাকায় এর আগেও একাধিকবার সাপের বিষ ভর্তি জার উদ্ধার হলেও পাচারকারীরা অধরাই রয়েছে। 

  বালুরঘাট বনদপ্তরের রেঞ্জ অফিসার সমীর শিকদার জানিয়েছেন, বাংলাদেশে পাচারের আগেই সাপের বিষ উদ্ধার করেছে বিএসএফ। উদ্ধার হওয়া জার ভর্তি বিষ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here