বালুরঘাটে স্থানান্তরিত হচ্ছে আর এম সি অফিস।কৃষক স্বার্থে কিষান মান্ডিতেই রাখার পরিকল্পনা

0
1057

বালুরঘাটে স্থানান্তরিত  হচ্ছে আর এম সি অফিস। কৃষক স্বার্থে কিষান মান্ডিতেই রাখার পরিকল্পনা, বললেন মন্ত্রী বিপ্লব মিত্র 

পিন্টু কুন্ডু,  বালুরঘাট,  ১০ আগষ্ট  ——— বালুরঘাটে স্থানান্তরিত করা হচ্ছে আর এম সির (বাজার নিয়ন্ত্রিত কমিটি) জেলা অফিস। কৃষক স্বার্থে কিষান মান্ডিতেই নিয়ে যাবার পরিকল্পনা সরকারের। বালুরঘাটে এক সাংবাদিক বৈঠকে এমন কথায় জানালেন রাজ্যের কৃষি বিপনন দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। সোমবার দক্ষিন দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়কে পাশে বসিয়ে এমন কথায় জানিয়েছেন মন্ত্রী। বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের উলটো দিকে পুরসভার একটি ঘর ভাড়া নিয়েই দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছিল জেলার আর এম সি নামে এই দপ্তরটি। কৃষক স্বার্থে এই বাজার নিয়ন্ত্রিত কমিটি সেখান থেকেই জেলার বিভিন্ন প্রান্তে তাদের কর্মকান্ড অব্যাহত রেখেছে। সরকারী ওই দপ্তরের মন্ত্রী হিসাবে দায়ীত্ব নেবার পরেই দপ্তরের উপর বিশেষ গুরুত্ব দেন মন্ত্রী বিপ্লব মিত্র। আর যারপরেই বালুরঘাট  শহর লাগোয়া ডাঙা এলাকায় নির্মিত কিষান মান্ডিতে বাজার নিয়ন্ত্রিত ওই অফিস সরাবার সিদ্ধান্ত নেন।


মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, ভাড়া বাড়িতে থেকেই চলছিল আর এম সি দপ্তরটি। যা কিষান মান্ডিতে সরানোর পরিকল্পনা করা হয়েছে। কৃষক স্বার্থে নির্মিত কিষান মান্ডির একই ছাদের নীচে ওই অফিসটি নিয়ে যাবার ফলে আরো উপকৃত হবেন এজেলার কৃষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here