উদ্বোধনের প্রায় এক বছর পর ও চালু হলো না সাংসদ তহবিলের টাকায় দেওয়া এম্বুলেন্স।

0
284

চাচোল:-উদ্বোধনের প্রায় এক বছর পর ও চালু হলো না সাংসদ তহবিলের টাকায় দেওয়া এম্বুলেন্স। করোনাকালে অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে আমবাগানে এই নিয়ে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। দ্রুত অ্যাম্বুলেন্স চালুর প্রতিশ্রুতি ক্লাব কর্তৃপক্ষের। তার দিক থেকে কোন ত্রুটি নেই দাবি মালদা উত্তর বিজেপি সাংসদ খগেন মুর্মুর। যদি এইভাবে এম্বুলেন্স পড়ে থাকা নিয়ে কটাক্ষ করেছেন চাচোল এর তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। চাচোল এর মানুষের সুবিধার্থে প্রায় এক বছর আগে স্থানীয় একটি ক্লাবকে সাংসদ তহবিলের টাকায় আই সি ইউ অ্যাম্বুলেন্স প্রদান করেন মালদা উত্তর এ বিজেপি সাংসদ খগেন মুর্মু। 37 লক্ষ টাকা ব্যয় করে এই অ্যাম্বুলেন্স কেনা হয়েছিল। কিন্তু উদ্বোধনের পর একদিন ও মানুষের পরিষেবা দিতে পারেনি অ্যাম্বুলেন্স। আমবাগানে পড়ে রয়েছে লক্ষ লক্ষ টাকা দিয়ে কেনা অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সটি। আর করোনাকালে এইভাবে আমবাগানে এম্বুলেন্স পড়ে থাকায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। চাচোল এর বাসিন্দা দীপক চট্টোপাধ্যায় বলেন, মানুষের পরিষেবার জন্য অ্যাম্বুলেন্স কেনা হলো পরিষেবা দিতে ব্যর্থ। তড়িঘড়ি করে কেন উদ্বোধন করা হলো তা বুঝতে পারছিনা। এই অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছিল স্থানীয় একটি ক্লাব কে। ওই ক্লাবের সদস্য জয়ন্ত কুমার প্রামানিক বলেন, সাধারণ অ্যাম্বুলেন্স প্রচুর রয়েছে চাচলে । ওই এম্বুলেন্স সিতে আইসিইউ পরিষেবা না থাকায় তা চালু করা সম্ভব হয়নি। দ্রুততা চালু করা হবে। সাংসদ খগেন মুর্মুর দাবি আই সি ইউ অ্যাম্বুলেন্সের জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন তা তিনি বরাদ্দ করে দিয়েছেন। প্রশাসনিক জটিলতা না হলে তার কিছু করার নেই। দ্রুততা চালু করার জন্য প্রশাসনকে জানাবেন বলে তিনি জানিয়েছেন। যদিও এই নিয়ে বিজেপি কে কটাক্ষ করেছেন চাচোল এর তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। তিনি বলেন, অ্যাম্বুলেন্স কেনার যে বিল সেই বিলে গরমিল রয়েছে। এইভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে বিজেপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here