বিনা অনুমতিতে জমায়েতের অভিযোগ, মহম্মদ সেলিম, শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখার্জি সহ ১২০০ জন সিপিআইএম নেতৃত্বের বিরুদ্ধে মামলা করল মালদা জেলা পুলিশ

0
40

মহম্মদ সেলিম, মিনাক্ষী মুখোপাধ্যায়, শতরূপ ঘোষসহ একাধিক সিপিএম নেতার বিরুদ্ধে মামলা মালদা জেলা পুলিশের। রাস্তা অবরোধ করে মিটিং, হুমকি সহ একাধিক ধারায় মামলার অজু করা হয়েছে। পাল্টা পুলিশ প্রশাসনকে আদালতে দাঁড় করানোর হুঁশিয়ারি জেলা সিপিএম সম্পাদক কৌশিক মিশ্রের। তীব্র প্রতিক্রিয়া তৃণমূল ও বিজেপির।
গত ২৪ তারিখ মালদার ইংরেজবাজার শহরের রথবাড়ি মোড়ে জনসভা করে সিপিআইএম। বিনা অনুমতিতে জমায়েতের অভিযোগে, মহাম্মদ সেলিম, শতরূপ ঘোষ মীনাক্ষী মুখার্জি সহ ১২০০ জন সিপিআইএম নেতৃত্বের বিরুদ্ধে মামলা করল জেলা পুলিশ।
প্রসঙ্গত গত ২৪ তারিখ, মালদার ইংরেজবাজার শহরের রথবাড়ি মোরে জনসভা করে সিপিএম। উপস্থিত ছিলেন মহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়, শতরূপ ঘোষসহ সিপিএমের রাজ্যের প্রথমসারির নেতৃত্ব। আগেই সিপিএম অভিযোগ করেছিল, তারা সভার জন্য, প্রথমে ইংরেজবাজার শহরের বৃন্দাবনী মাঠ চেয়েছিল। কিন্তু সেই মাঠে সভা করার অনুমতি দেয়নি জেলা প্রশাসন। এরপর শহরের পুরাতন জাতীয় সড়কের ওপরে, রথ বাড়ি মোড়ে জনসভা করে সিপিএম।
এরপরই, সিপিএমের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।
জেলা সিপিএমের সম্পাদক কৌশিক মিশ্র বলেন, বিরোধীপক্ষ হিসেবে সিপিএম উঠে আসছে আর সেই কারণেই সিপিএমকে আটকানোর এই প্রয়াস। সমস্ত প্রমাণ আমাদের হাতে আছে প্রশাসনকে আদালতে দাঁড় করাবো। পুলিশ তৃণমূল ের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।
এই বিষয়ে রাজ্য তৃণমূলের সহ-সভাপতি কৃষ্ণেন্দু রায়চৌধুরী বলেনএইসব জায়গায় সভা করলে,যানজটের সৃষ্টি হয়। এক সময় আমরাও কেস খেয়েছি। পুলিশ তো সুয়োমোটো কেস করে।
সিপিএম দিবা স্বপ্ন দেখছে।
বিজেপির আতঙ্কে রয়েছে তৃণমূল। আর সেই কারণে এইভাবে মামলা করে। সিপিএমকে প্রাসঙ্গিক করতে চাইছে তৃণমূল। কটাক্ষ বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার মুখপাত্র অম্লান ভাদুড়ির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here