ভোটের আগে গ্রামমুখী তৃণমূল!বংশীহারির পতড়ায় ‘বুথ চলো’ কর্মসূচির মাধ্যমে কৃষক সংযোগ কিষান খেত মজদুর সংগঠনের

0
61

ভোটের আগে গ্রামমুখী তৃণমূল!বংশীহারির পতড়ায় ‘বুথ চলো’ কর্মসূচির মাধ্যমে কৃষক সংযোগ কিষান খেত মজদুর সংগঠনের

২০২৬-এর বিধানসভা নির্বাচন এখনও কিছুটা দূরে। তবু আগাম রণকৌশলে গ্রামবাংলার মাটিতে পা শক্ত করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই তৃণমূল কিষান ক্ষেত মজদুর ইউনিয়নের ডাকে শুরু হল ‘বুথ চলো’ কর্মসূচি। দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পতড়া এলাকায় প্রথম দিনের কর্মসূচিতেই চোখে পড়ল সংগঠনের সক্রিয়তা।
এদিন প্রায় কুড়িটি কৃষকের বাড়িতে পৌঁছে সরাসরি কথা বলেন ইউনিয়নের নেতৃত্ব। উঠোন বৈঠক থেকে ঘরের দাওয়ায়— সর্বত্রই উঠে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের কথা। কৃষকবন্ধু, সামাজিক সুরক্ষা, আর্থিক সহায়তা— একের পর এক প্রকল্পের সুফল তুলে ধরে গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় করেন নেতারা।
রাজনীতির পাশাপাশি মানবিক ছোঁয়াও ধরা পড়ে কর্মসূচিতে। এক কৃষকের বাড়িতে একত্রে বসে মধ্যাহ্নভোজ সারেন এলাকার কৃষকেরা। সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন তৃণমূল কিষান ক্ষেত মজদুর ইউনিয়নের জেলা সভাপতি শাহেনশা মোল্লা ও বংশীহারী ব্লক সভাপতি এমদাদুল হক।
তাঁরা জানান, প্রথম দিনেই পতড়া এলাকায় অভূতপূর্ব সাড়া মিলেছে। আগামী সাত দিন ধরে বুথ ধরে ধরে এই কর্মসূচি চলবে। ভোটের আগে সংগঠনকে আরও চাঙ্গা করতে এবং সাধারণ মানুষের আস্থা ফেরাতে গ্রামমুখী এই জনসংযোগেই ভরসা রাখছে তৃণমূল— এমনটাই রাজনৈতিক মহলের অভিমত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here