হরিরামপুরে তৃণমূলের “বুথ চলো”কর্মসূচির আয়োজনে জেলা কিষান তৃণমূল সংগঠনের প্রস্তুতি সভা
হরিরামপুর,ভিড় হলো ব্যাপক
শীতল চক্রবর্তী বালুরঘাট ১৮ ডিসেম্বর।বুথ স্তরে সংগঠন আরও মজবুত করতে ও কৃষকদের সমস্যার সরাসরি খোঁজ নিতে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো ‘বুথ চলো’ কর্মসূচির প্রস্তুতি সভা।
এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কিষান ক্ষেতমজদুর সংগঠনের অবজারভার মানস দাস। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কিষান ক্ষেতমজদুরের সভাপতি শাহেনশা মোল্লা, কিষান ক্ষেতমজদুরের হরিরামপুর ব্লক তৃণমূলের সভাপতি আজাহার হোসেন, হরিরামপুর ব্লক তৃণমূলের সভাপতি ইয়াসিন আলী, হরিরামপুর ব্লক তৃণমূল নেতা তথা বিশিষ্ট সমাজসেবী মনোজিৎ দাস, ব্লক তৃণমূল নেতা তোফাজ্জল হোসেন সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।
সভায় আলোচনা হয়, আগামী দিনে হরিরামপুর ব্লকের প্রতিটি বুথে বুথে গিয়ে কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা হবে। কৃষকদের কোনো সমস্যা, অভিযোগ কিংবা দাবিদাওয়া থাকলে তা লিপিবদ্ধ করে রাজ্য স্তরে পাঠানোর ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়। তৃণমূল নেতৃত্বের দাবি,এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়িয়ে তাঁদের সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করাই মূল লক্ষ্য।
আগামী দিন থেকেই হরিরামপুর ব্লক জুড়ে “বুথ চলো”কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্বরা।
কিষান ক্ষেতমজদুর সংগঠনের রাজ্য তৃণমূলের অবজারভার মানস দাস বলেন,”আমারা সব সময় কৃষকদের পাশে রয়েছি।আর আগামীতে থাকব।”
কিষান ক্ষেতমজদুর সংগঠনের জেলা তৃণমূলের সভাপতি শাহেনশা মোল্লা বলেন,”কৃষকদের পাশে আমরাদের সংঘটন সব সময় থাকবে।”
এই দিনের কর্মসূচিতে ব্যাপক ভিড় হয়েছিল।
Home Uncategorized হরিরামপুরে তৃণমূলের “বুথ চলো”কর্মসূচির আয়োজনে জেলা কিষান তৃণমূল সংগঠনের প্রস্তুতি সভা


























