বাইক ও চার চাকার মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হারান সাহা মৃত্যু হল গভীর রাতে।
শীতল চক্রবর্তী বালুরঘাট দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার বিজলিঘাট এলাকায় রাত্রি প্রায় ৯টা ন ঘটে গেছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একটি বাইক ও চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে জখম হন বাইক আরোহী হারান সাহা (৫০),গভীর রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই হারান সাহা বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎই বিপরীত দিক থেকে আসা একটি চার চাকার গাড়ি তীব্র গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইকের সঙ্গে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় তিনি রাস্তার পাশে পড়ে গিয়ে গুরুতর জখম হন।
দুর্ঘটনার শব্দ পেয়ে এলাকাবাসীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হারান সাহাকে উদ্ধার করেন। প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে স্থানীয় গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।পরিবারের সদস্যদের দাবি, দুর্ঘটনার সময় চার চাকার গাড়িটি অতিরিক্ত গতিতে ছিল এবং গাড়িচালকের অবহেলার কারণেই এই বিপর্যয়।
অন্যদিকে, ঘটনার পর চার চাকার গাড়িটি কিছুদূর এগিয়ে গিয়ে থেমে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। চালককে আটক করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি ও অসতর্ক চালনাই দুর্ঘটনার মূল কারণ।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন হারান সাহার শারীরিক অবস্থা সংকটজনক ছিল।রাতেই তার মৃত্যু হয় ।ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা রাস্তায় সিসিটিভি স্থাপন ও ট্রাফিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল, নিয়ম মেনে ও সতর্কভাবে যান চালানো কতটা গুরুত্বপূর্ণ।






















