কালিয়াগঞ্জের উদ গ্রামের দুর্গাপুজো আজ দুই বাংলার সম্প্রীতির শরিক

0
48

কালিয়াগঞ্জের উদ গ্রামের দুর্গাপুজো আজ দুই বাংলার সম্প্রীতির শরিক
বাতাসে এখন কান পাতলেই শোনা যাবে পুজোর হৈ-হট্টগোল। আর কদিন বাদেই দেবীর আগমন। তাই প্রস্তুতিও তুঙ্গে। শুধু এপার বাংলাই নয়, ওপার বাংলাও মেতে উঠেছে পুজোর আনন্দে! স্বাধীনতার আগে থেকে শুরু ভারত-বাংলাদেশ সীমান্তের একেবারে প্রান্তিক গ্রাম রাধিকাপুরের উদ গ্রামের পুজো। প্রায় ৫০০ বছর ধরে চলে আসছে এই পুজো। এই পুজোর ইতিহাসের সঙ্গে কেবল ওপার বাংলা নয়, জড়িয়ে রয়েছে এপার বাংলার ইতিহাসও। দুই বাংলার সম্প্রীতির পুজো হল রাধিকাপুরের উদগ্রামের এই পুজো।

একটা সময় বর্তমান বাংলাদেশের দিনাজপুর রাজবাড়িতে কামানের গোলা ফাটিয়ে সূচনা হত দুর্গা পুজোর। সেই কামানের গগনভেদী শব্দ যখন এসে পৌঁছত এপার বাংলার দিনাজপুরের মানুষের কানে, তখনই উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুরে শুরু হত দেবীর বোধন। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম রাধিকাপুরের উদ গ্রামের পুজোর সেই ঐতিহ্য আজ ইতিহাস। আর নেই সেই রাজা, নেই তার রাজ্যপাটও। আছে কেবল কাটা তারের গা ঘেঁষে পিচের রাস্তা, সীমান্ত সড়কে চলছে বিএসএফের নজরদারি। এরই মাঝে রাস্তার ডান দিকে উদ গ্রাম। এই গ্রাম বর্তমানে কালিয়াগঞ্জ থানার অন্তর্গত। গ্রামটি বেশ উঁচু জায়গায় অবস্থিত বলে ‘উদগাঁও’ বলা হয়। আগে এখানকার ঝোপ জঙ্গলে প্রচুর উদবিড়াল থাকত এবং উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে শুভঙ্কর আচার্য রিপোর্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here