ভারত ভ্রমণের উদ্দেশ্যে উত্তর প্রদেশ থেকে সাইকেল নিয়ে কালচিনি ব্লকের হাসিমারাতে পৌঁছেছেন এক যুবক

0
245

আলিপুরদুয়ার। ভারত ভ্রমণের উদ্দেশ্যে উত্তর প্রদেশ থেকে সাইকেল নিয়ে কালচিনি ব্লকের হাসিমারাতে পৌঁছেছেন এক যুবক।তার নাম মহিন্দ্র কুমার।

উত্তরপ্রদেশের সোনভদ্র এলাকায় বাড়ি মহেন্দ্র কুমারের।সাইকেল নিয়ে ভারত ভ্রমণ সম্পন্ন করতে চান তিনি।উত্তরপ্রদেশ থেকে বিহার হয়ে বর্তমানে হাসিমারায় এসেছেন তিনি।এখান থেকে অসম রাজ‍্যে যাবেন তিনি।

মহিন্দ্র কুমার জানান,”এর আগে সাইকেল নিয়ে উত্তরাখন্ড,হিমাচল প্রদেশ,পঞ্জাব,সিকিম ঘুরেছি।পরিবেশের ভারসাম্য বজায় রাখার বার্তা সাইকেল যাত্রার মধ‍্য দিয়ে দিতে চাই।”

সাইকেল নিয়ে ঘুরতে তেমন খরচ হয় না।সাইকেল ঠিক করে চালাতে জানলেই ভারত দর্শন সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here