শীতল চক্রবর্তী বুনিয়াদপুর 14 জুন দক্ষিণ দিনাজপুর:-গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থাকে ডিজিটাল ব্যাবস্থা করানো হচ্ছে।তারি একটা পদক্ষেপ অনুসারে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রথম গঙ্গারামপুর মহকুমা আদালতে কিয়ক্স মেশিন প্রতিস্থাপন করা হলো। এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন আদালতের সরকারী আইনজীবী।
মহকুমা আদালত সূত্রে জানা গিয়েছে যে,এই মেশিন কিয়স্ক মাধ্যমে এর মাধ্যমে আইনজীবীরা ও সাধারণ মানুষরা যদি মনে করে কোন মামলার সম্পর্কে কোন তথ্য নেবে, জাসমিন নেবে বা অড়ার কপি নেবে সেটা এই মেশিনের মধ্য দিয়ে নিজেই দেখে নিতে পারবে। নিজেদের মামলা হলে নিজেই , অন্য মামলার ক্ষেত্রে তথ্য নেবে তাও তারা নিতে পারবেন।কোন কিছু জানার বিষয় থাকলে এই মেশিনের মাধ্যমে যেকেউ জানতে পারবে। এই কিয়স্ক মেশিন প্রতিস্থাপনে সবারই সুবিধা হবে। যদিও এটি প্রতিস্থাপন অনেক আগেই হওয়ার কথা ছিল কিন্তু মঙ্গলবার উদ্বোধন করানো হলো। পরিষেবা নিতে পারবে সকলেই।
এবিষয়ে গঙ্গারামপুর মহকুমার আদালতের সরকারি আইনজীবী প্রতুল মৈত্র জানিয়েছেন, মঙ্গলবার বুনিয়াদপুর আদালতে দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে প্রথম কিয়স্ক মেশিন উদ্বোধন করা হলো। এর মধ্য দিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীরা সকলেই মামলা সংক্রান্ত তথ্য সরাসরি দেখতে পাবেন।
এর ফলে আদালতের আইনজীবী থেকে আদালতের কাজে যুক্ত থাকা সকলেই উপকৃত হবে।