হরিশ্চন্দ্রপুর;১৬নভেম্বর:-হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত গুলিতে দুর্নীতি অব্যাহত। বড়ই গ্রাম পঞ্চায়েতের পর এবার দুর্নীতির অভিযোগ ধরা পরল কুশিদা গ্রাম পঞ্চায়েতে। কুশিদা গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগ তুলে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক হাতে সারক লিপি তুলে বাম গণ সংগঠনটির নেতাকর্মীরা। এদিন সিপিএম নেতৃত্ব এবং কুশিদা পঞ্চায়েত এলাকার একাধিক ব্যক্তি বর্গীরা ব্লক চত্বর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। দুর্নীতির লিখিত অভিযোগ নিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককের কাছে জমায়েত হয় এবং দুর্নীতির বিষয়গুলো তুলে ধরেন। বিষয়টি খতিয়ে দেখছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু।
Home বাংলা উত্তর বাংলা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত গুলিতে দুর্নীতি অব্যাহত। বড়ই গ্রাম পঞ্চায়েতের পর...