দক্ষিণ দিনাজপুরের গ্যাস ডেলিভারি বয়ের ঝুলন্ত দেহ উদ্ধার মালদা গাজোল থানার অন্তর্গত দেওতলা গ্রাম পঞ্চায়েতের হিয়া খোর এলাকায়।

0
864

মালদা:- দক্ষিণ দিনাজপুরের গ্যাস ডেলিভারি বয়ের ঝুলন্ত দেহ উদ্ধার মালদা গাজোল থানার অন্তর্গত দেওতলা গ্রাম পঞ্চায়েতের হিয়া খোর এলাকায়। ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। যদিও মৃত্যুকে ঘিরে ক্রমশ জটিল হচ্ছে মৃত্যু রহস্য।
পুলিশ ও পরিবার সূত্রে খবর মৃত ওই যুবকের নাম রানা ভুইমালি (২২) দক্ষিণ দিনাজপুর জেলার হিলি এলাকার বাসিন্দা। পেশায় গ্যাস সরবরাহকারী। যদিও তার স্বাভাবিক মৃত্যু মেনে নিতে নারাজ তার পরিবারের সদস্যরা। তার পরিবারের দাবি পরিকল্পিতভাবে ওই যুবককে ওই স্থানে ডেকে নিয়ে এসে খুন করা হয়েছে। যদিও মৃতদেহ ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যু রহস্যের জট কাটবে না বলে মনে করছেন তার পরিবারের সদস্যরা।
তার পরিবারের সদস্যরা জানান প্রতিদিনের মতোই গতকাল রানা কোম্পানির গ্যাস সিলিন্ডার নিয়ে সেগুলি বাড়ি বাড়ি সরবরাহের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হঠাৎ করেই রানার পরিবারের সদস্যরা রানার কোম্পানির মালিকের কাছ থেকে জানতে পারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে রানা। তাকে এবং তার গ্যাস ভর্তি গ্যাস সিলিন্ডার গুলি নিয়ে যাওয়া হয়েছে গাজোল থানায়। এরপর বেলা তিনটে নাগাদ হিলি থানা মারফত খবর গাজোল থানার দেওতলা এলাকায় রানা ভুইমালির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তড়িঘড়ি তার পরিবারের সদস্যরা ছুটে আসে গাজোল থানায়। তার পরিবারের সদস্যদের দাবি রানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা হয়েছে সেটা তারা মেনে নিতে পারছেন না তার কারণ রানা সে ধরনের ছেলে ছিলই না। তারা দাবী জানান তাদের পরিবারের ছেলেকে সম্ভবত ডেকে নিয়ে এসে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তার কারণ সে সকালে গ্যাসের সিলিন্ডার সরবরাহ করতে বেরিয়েছিল। ৪০ টি সিলিন্ডার নিয়ে বেরিয়েছিল সে। কিন্তু সে কোন গ্রাহককে গ্যাস সিলিন্ডার সরবরাহ না করলেও তার কাছ থেকে কোন টাকা পয়সার উদ্ধার হয়নি এমনকি গাড়িতে মাত্র কুড়িটি খালি গ্যাস সিলিন্ডার পড়ে রয়েছে। যার ফলে পরিবারের সদস্যদের মনে দানা বাঁধছে রহস্য। এদিন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও ঘটনার তদন্ত করে সঠিক রহস্যের উদ্ঘাটন হোক এমনটাই দাবি পরিবারের সদস্যদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here