সমস্যায় সুরাহার আলো দেখতে পেলেন সেবদৌল্লা জোতের বাসিন্দারা

0
294

 

জলপাইগুড়ি:-

জল-সমস্যায় সুরাহার আলো দেখতে পেলেন সেবদৌল্লা জোতের বাসিন্দারা।
আদালতে দাঁড়িয়ে সরকার পক্ষের তরফে প্রকল্পের কাজ শেষ করে আগামী জানুয়ারী মাসের মধ্যে বঞ্চিত সকলের বাড়িতে জল পৌছে দেওয়ার নিশ্চয়তা দেওয়া হলো।
শিলিগুড়ির নকশাল বাড়ি ব্লকের সেবদৌল্লা জোতের বাসিন্দাদের একাংশ সরকারি জল পরিষেবা না পাওয়ার অভিযোগ তুলে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করেছিলেন। এরকম অভিযোগও উঠেছিলো কানু স্যান্যালের গ্রাম বলে পরিচিত ওই এলাকার বাসিন্দারা নকশালপন্থী হওয়ায় জল থেকে বঞ্চিত করা হচ্ছে। এই নিয়ে গত সোমবার এবং মঙ্গলবার শুনানি। বুধবার ফের একতরফা শুনানি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এদিনও তিনি গতকালের মতই এজলাসের নীচে সাধারণ চেয়ারে বসেছিলেন। আদলতে এদিন সরকার পক্ষের তরফে উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী। তিনি আদালতের কাছে নিশ্চয়য়তা দেন, ডেডলাইন অনুযায়ী জানুয়ারী মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হবে এবং সকল বাড়িতে জল পৌছাবে। সরকার পক্ষের বক্তব্যের পর বিচারপতি জানিয়েছেন, এই মামলাটি এখনি শেষ করা হচ্ছে না। আগামী ৯ই ফেব্রুয়ারী ফের শুনানি হবে। তারমধ্যে প্রকল্পের কাজ কতটা সম্পুর্ণ হল এবং বঞ্চিতরা সকলে জল পেলেন কি না তা হলফনাফা দিয়ে আদলতে জানাতে হবে সরকারপক্ষকে। পাশাপাশি, প্রকল্পের কাজে যুক্ত বেসরকারি সংস্থার আধিকারিককে সতর্ক করেন “নকশালপন্থী” মন্তব্যের জন্য।
সব মিলিয়ে এদিনের আদলতের প্রক্রিয়ায় খুশি মামলাকারী গ্রামবাসীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here