সংস্কারের একবছরের মধ্যেইকালিয়াগঞ্জের গুরুত্বপুর্ন হাসপাতাল রোড বেহাল

0
33

উত্তর দিনাজপুর:-সংস্কারের একবছরের মধ্যেইকালিয়াগঞ্জের গুরুত্বপুর্ন হাসপাতাল রোড বেহাল,গর্ভবতী মহিলাদের নাভিশ্বাসএক বছরেই কালিয়াগঞ্জ হাসপাতাল রোডের অবস্থা বেহাল, গর্ভবতী মহিলাদের নাভিশ্বাসরাস্তা থাকলেই খারাপ হবে এটা সবার জানা। কিনতু এক বছরের মধ্যেই একটা গুরুত্বয়পুর্ন রাস্তার এমন বেহাল কি করে হয় সে ব্যাপারে কালিয়াগঞ্জ হাসপাতাল রোডের সাধারন পথচারী থেকে টোটো চালকদের একই প্রতিক্রিয়া।তাদের বক্তব্য পাঁচবছর পর একটা রাস্তা খারাপ হাতেই পারে। কিনতু এক বছরের মধ্যে যদি একটা গুরুত্বপুর্ন হাসপাতাল রোডের মত একটি রাস্তা খারাপ হয় তাহলে বুঝতে হবে যার উপর এই গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি সুযোগের সদ ব্যাবহার করেছেন। যা কখনোই কাম্য নয়।

যদিও কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা এক সাক্ষাৎকারে বলেন কালিয়াগঞ্জ হাসপাতাল রোড কালিয়াগঞ্জ পৌর সভার একটি গুরুত্বপুর্ন রাস্তা।এই রাস্তা দিয়ে নানান ধরনের রোগীদের যাতায়াত হয়ে থাকে।যেহেতু বর্ষা শুরু হয়ে শেষ হবার পথে।তাই বর্ষা একটু কমলেই হাসপাতাল রোডের কাজ ধরা হবে।কারন এই রাস্তার ইতিমধ্যেই ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে পৌর সভার পক্ষ থেকে।তাই পৌর সভা রেডি হয়ে আছে কাজ করবার জন্য।কিন্তু বাধ সাধ ছে বর্ষা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here