শিলিগুড়ি:-শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের অভিযানে গ্রেফতার দুই উদ্ধার ২১ কেজি গাঁজা।ধৃতদের নাম রানা ব্যানার্জি এবং অভিনাশ মাহাতো।রানা ব্যানার্জীর বাড়ি এনজেপি থানা এলাকার মমতা পাড়ায়।অভিনাশ মাহাতোর বাড়ি বকরাভিটায়।নিউ জলপাইগুড়ি থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত দুইজন ওই গাঁজা কোচবিহার থেকে শিলিগুড়ি তে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল।

উদ্ধার হওয়া গাঁজার মূল্য আনুমানিক দুই লক্ষ টাকা।তবে শিলিগুড়িতে কাকে এই গাঁজা বিক্রির উদ্দেশ্যে ধৃতরা নিয়ে এসেছিল তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ।ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা।অভিযুক্তদের মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি বিনা নাম্বার প্লেটের স্কুটি।