গাজোল ,সব্যসাচী মন্ডল:- রাতের অন্ধকারে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন এক ব্যক্তি। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। মৃতদেহটি জাতীয় সড়ক থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। স্বাভাবিক হয় যান চলাচল। প্রথম দিকে ওই মৃত ব্যক্তির পরিচয় না জানা গেলেও বলে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম পরেশচন্দ্র চৌধুরী (৫৯)। বাড়ি গাজোল ব্লকের শংকরপুর এলাকায়। পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
গতকাল রাতে ঘটনাটি ঘটেছে গাজোল ব্লকের পাম্প মোর সংলগ্ন এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের ওপর। স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে দিয়ে 34 নম্বর জাতীয় সড়ক সাইকেল নিয়ে পার হতে যাচ্ছিলেন একটি। ঠিক সেই সময় রায়গঞ্জ থেকে মালদা গামী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে ধাক্কা মারে তাকে। ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন ওই ব্যক্তি। ঘটনাস্থলেই মারা যান তিনি। সুযোগ বুঝে চম্পট দেয় ঘাতক ট্রাকটি।দুর্ঘটনার জেরে 34 নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে গাজোল থানার পুলিশ। জাতীয় সড়ক থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় গাজোল থানায়। স্বাভাবিক হয় জাতীয় সড়কে যান চলাচল। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে বিভিন্ন সূত্র ধরে ঘাতক ট্রাকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত শিক্ষকের পরিবারে।