যে সমস্ত পঞ্চায়েতে অনাস্থার আনার চেষ্টা হবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে । জেলা নেতৃত্ব একসাথে দাঁড়িয়ে তার প্রতিবাদ করবেন । শুক্রবার জেলা সভাপতি হওয়ার পর প্রথম জেলা নেতৃত্ব নিয়ে বৈঠক করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন ।

0
608

কোচবিহার:- যে সমস্ত পঞ্চায়েতে অনাস্থার আনার চেষ্টা হবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে । জেলা নেতৃত্ব একসাথে দাঁড়িয়ে তার প্রতিবাদ করবেন । শুক্রবার জেলা সভাপতি হওয়ার পর প্রথম জেলা নেতৃত্ব নিয়ে বৈঠক করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন ।এই বৈঠকে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উদয়ন গুহ, প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা বিনয় কৃষ্ণ বর্মন, জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি পার্থ প্রতিম রায়, বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, বিধায়ক তথা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী সহ বেশকিছু নেতৃত্ব । বৈঠকে এদিন বেশ কিছু বিষয় নিয়ে তাদের মতে মতবিরোধ ও হয় । তবে এই বিষয় নিয়ে কেউই বৈঠক শেষে মুখ খুলতে চাননি ।


বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন বলেন, আজকের বৈঠকে মূলত গ্রাম পঞ্চায়েত বিরুদ্ধে যারা অনাস্থা আনবেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এর মধ্যেই আগামী 13 তারিখ হাড়িভাঙ্গা অঞ্চলের একটি অনাস্থা প্রস্তাবের কথা রয়েছে । সেখানে আজকে উপস্থিত বৈঠকে সমস্ত নেতৃত্বরা উপস্থিত থেকে তার প্রতিরোধ করবেন বলেও তিনি জানান । এছাড়া তিনি আরও বলেন দলের একটি বিশেষ নজর দেওয়া হবে ।যারা দল বিরোধী কাজ করবে তাদের সমস্ত বিষয় ক্ষতিয়ে দেখা হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here