মালদায় প্রধানমন্ত্রীর প্রস্থুতি
১৭ জানুয়ারি মালদায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইদিন তিনি বন্দে ভারত, অমৃত ভারত সহ ১১টি নতুন ট্রেন উপহার দেবেন রাজ্যবাসীর জন্য। আর সেই প্রস্তুতি চলছে জোরকদমে। ওইদিনই তিনি পুরাতন মালদার বাইপাস সংলগ্ন ময়দানে জনসভা করবেন।গেরুয়া সাদা রঙে গড়ে উঠছে বিশাল মঞ্চ। মঞ্চের অদূরে গড়ে উঠছে হেলিপ্যাড।এদিন দেখা গেল পুরো এলাকা দখল নিয়ে নিয়েছে প্রধানমন্ত্রী নিজস্ব নিরাপত্তা বাহিনী সহ রাজ্য পুলিশ।বম্ব ডিটেক্টর,স্নিফার ডগ দিয়ে চলছে তল্লাশি। প্রধানমন্ত্রী সফরের প্রস্তুতি চলছে জোড় কদমে।একই ভাবে চরম তৎপরতা লক্ষ্য করা গেল বিজেপির সদর দপ্তর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভবনে।
বিজেপির মালদা উত্তরের সভাপতি প্রতাপ সিং জানান ১৭ই জানুয়ারি প্রধানমন্ত্রী মালদায় এসে পৌঁছাবেন দুপুর ১ টায়। তারপর সরকারি এবং দলীয় কর্মসূচিতে যোগ দিবেন।ইতিমধ্যে তার প্রস্তুতি শেষের দিকে। প্রচুর মানুষ সভায় আসবেন।


























