মানিকচকের নাজিরপুরে বাইক দুর্ঘটনা মৃত এক আহত এক।মৃত যুবক বিক্রম মন্ডল(২৪) মানিকচক অঞ্চলের মনকুট বাঁধ এলাকার বাসিন্দা।জানাগেছে বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাইকে করে ভুতনি যাওয়ার সময় বাইকে তেল ভরতে নাজিরপুর যাচ্ছিল।সেইসময় দুর্ঘটনায় মৃত্যু হয় যুবকের।গুরুতর আহত অবস্থায় মৃতের বন্ধুবিষ্ণু মন্ডল মালদা জেলা হাসপাতালে চিকিৎসাধীন।