১২ বছর পর দক্ষিণ দিনাজপুর জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০শে জানুয়ারী বালুরঘাটে রয়েছে প্রশাসনিক সভা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগতম জানাতে বালুরঘাট শহর জুড়ে বিভিন্ন ওয়ার্ডে মিছিল করল তৃনমুল কংগ্রেস। এদিন সন্ধ্যায় বালুরঘাট শহর জুড়ে ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিল করা হয়।
এই বিষয়ে তৃনমুল কংগ্রেস নেতা প্রীতম রাম মন্ডল বলেন, আগামী ৩০ জানুয়ারি বালুরঘাটে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেঁ আমরা ভীষণ খুশী। মুখ্যমন্ত্রীর জনসভায় যাতে সাধারণ মানুষ যোগ দেন, তার প্রচারেই এই র্যালী বের করেছি