ভোটের খাতায় বড় ছাঁটাই! মৃত ৪৩ হাজার ভোটারকে বাদ—দক্ষিণ দিনাজপুরে খসড়া তালিকা থেকে ছিটকে গেল ৮১ হাজার নাম

0
57

ভোটের খাতায় বড় ছাঁটাই! মৃত ৪৩ হাজার ভোটারকে বাদ—দক্ষিণ দিনাজপুরে খসড়া তালিকা থেকে ছিটকে গেল ৮১ হাজার নাম

বালুরঘাট, ১৬ ডিসেম্বর —— দক্ষিণ দিনাজপুরে ভোটার তালিকা সংশোধনে বড়সড় রদবদল। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR) শেষে মঙ্গলবার প্রকাশিত খসড়া ভোটার তালিকায় এক ধাক্কায় বাদ পড়ল ৮০ হাজার ৯৮৮ জন ভোটারের নাম। প্রশাসনের দাবি, তালিকা শুদ্ধ করতেই এই কঠোর পদক্ষেপ। বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য অংশই মৃত ভোটার—সংখ্যা ৪৩ হাজার ৫৫৮। পাশাপাশি স্থানান্তর, দীর্ঘদিন অনুপস্থিতি কিংবা একাধিক জায়গায় নাম নথিভুক্ত থাকার মতো কারণে তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে আরও ৩৬ হাজার ৩০৩ জনের নাম।

রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে এদিন দক্ষিণ দিনাজপুরেও প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা। তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতো। জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে আয়োজন করা হয় সর্বদলীয় বৈঠক। ভোটার তালিকা নিয়ে স্বচ্ছতা বজায় রাখা এবং সংশোধন প্রক্রিয়ার খুঁটিনাটি রাজনৈতিক দলগুলিকে জানাতেই এই বৈঠক—জানান প্রশাসন সূত্রে।

বিকেলে বালুরঘাটের আত্রেয়ী সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক বালা সুব্রামানিয়ান টি স্পষ্ট করে বলেন, “খসড়া ভোটার তালিকা প্রকাশের সঙ্গেই আমরা সর্বদলীয় বৈঠক করেছি। এসআইআর প্রক্রিয়া শেষে তৈরি এই তালিকার প্রতিটি দিক রাজনৈতিক দলগুলির সামনে তুলে ধরা হয়েছে। তাঁর বক্তব্য, ভোটার তালিকা সংশোধন নিয়ে যাতে কোনও বিভ্রান্তি না তৈরি হয়, সেই লক্ষ্যেই প্রশাসনের তরফে ধারাবাহিক আলোচনা চলছে।

প্রশাসনের দেওয়া পরিসংখ্যান বলছে, এসআইআর শুরু হওয়ার আগে দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ভোটারের সংখ্যা ছিল ১৩ লক্ষ ৩১ হাজার ৫৪৮। এর মধ্যে প্রায় ৯৩.৯২ শতাংশ ভোটারের সংশোধনী ফর্ম নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে। সংশোধন প্রক্রিয়া শেষে প্রকাশিত খসড়া তালিকায় জেলার মোট ভোটারের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২ লক্ষ ৫০ হাজার ৫৬৪।

তবে তালিকা থেকে নাম বাদ পড়া মানেই চূড়ান্ত সিদ্ধান্ত নয়—এ কথা স্পষ্ট করে দিয়েছেন জেলাশাসক। কোনও যোগ্য ভোটারের নাম যদি ভুলবশত বাদ পড়ে থাকে, তাহলে নির্দিষ্ট ফর্ম পূরণ করে পুনরায় নাম তোলার সুযোগ থাকছে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত নাম সংশোধন ও অন্তর্ভুক্তির আবেদন করা যাবে। সমস্ত আপত্তি ও দাবির নিষ্পত্তির পর আগামী ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here