বৈদ্যুতিক ডিভিশনের বক্সিরহাট ৩৩/১১ কেভি সাব-স্টেশনের পাওয়ার বক্সে কাজ করতে গিয়ে সার্কিট বক্স ব্রাস্ট হয়ে গুরুতর আহত হল ৩ জন ।

0
221

কোচবিহার :- বৈদ্যুতিক ডিভিশনের বক্সিরহাট ৩৩/১১ কেভি সাব-স্টেশনের পাওয়ার বক্সে কাজ করতে গিয়ে সার্কিট বক্স ব্রাস্ট হয়ে গুরুতর আহত হল ৩ জন । বিস্ফোরণে আহত ওই তিন ব্যক্তি কে  উদ্ধার করে প্রথমে তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।সেখানে তাদের অবস্থার অবনতি হতে থাকায় পরবর্তীতে কোচবিহারে পাঠান হয়েছে ।এদের মধ্যে ২জনকে কোচবিহার মেডিকেল কলেজ ও  হাসপাতালে ভর্তি করা হয় এবং ১জনকে কোচবিহার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।


জানাযায় মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ,  বক্সিরহাট পওয়ার সাব স্টেশনে মেন বৈদ্যুতিক লাইন  বন্ধ করে সার্কিট বক্সের গোলযোগ ঠিক করতে যায় কোচবিহার থেকে আসা তিন জন লাইন অপারেটর। সেই সার্কিট বক্সে কাজ করতে গিয়েই হঠাৎ বিস্ফোরণ ঘটে আহত হয় উৎপল সরকার, বাপন দাস, ও বাসুদেব মাইতি নামে ওই তিন ব্যক্তি। হটাৎ বিস্ফোরণের শব্দ শুনে  দৌড়ে আসে সাব-স্টেশনে থাকা অন্যান্য কর্মীরা, তাদের উদ্ধার করে পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। যদিও পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বক্সীরহাট থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here