বেহাল রাস্তার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ।

0
1458

মালদা:- বেহাল রাস্তার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ। অবশেষে পুলিশি আসাস অবরোধ উঠলেও অবিলম্বে রাস্তা সংস্কার না হলে পুনরায় আন্দোলনে নামার হুমকি এলাকার বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে গাজোল থানার অন্তর্গত করলাভিটা এলাকায় ৫১২ নং জাতীয় সড়কে।


স্থানীয় বাসিন্দারা জানান এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে। বিগত দিনে এই রাস্তায় বহু দুর্ঘটনা হলেও রাস্তা সংস্কারের ব্যাপারে উদাসীন প্রশাসন। সংস্কারের উদ্যোগ নিতে হেলদোল নেই কারো। এদিন সকালে টোটো তে করে হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী টোটো টি। ঘটনায় গুরুতর জখম হয় একটি ছোট্ট শিশু। যার ফলে উত্তেজিত জনতা বা বাধ্য হয়ে পথ অবরোধের শামিল হন। জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ আন্দোলন। আর এই আন্দোলনের জেরে ৫১২ নং জাতীয় সড়ক তৈরি হয় তীব্র যানজট। অবশেষে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠলেও অবিলম্বে রাস্তা সংস্কার না হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন এলাকার সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here