বালুরঘাটে আদিবাসীদের বিক্ষোভ

0
35

বালুরঘাটে আদিবাসীদের বিক্ষোভ, সাঁওতালি শিক্ষার দাবিতে রাস্তায় উত্তাল আন্দোলন

বালুরঘাট, ১ ডিসেম্বর —– সোমবার দুপুরে জেলা শাসক দপ্তরের সামনে শতাধিক আদিবাসী ‘সেঙ্গেল অভিযান’-এর সদস্য রাস্তায় নামলেন। তাদের মূল দাবি—সাঁওতালি ভাষায় পূর্ণাঙ্গ শিক্ষা চালু করা, ভুয়ো এসটি শংসাপত্র দেওয়া বন্ধ এবং সরনা ধর্মের জন্য পৃথক কলম কোড।

পুলিশের আগাম সতর্কতা থাকায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো গেলেও বিক্ষোভকারীদের উত্তাপ পুরো শহরকে কাঁপিয়ে দেয়। মাইক হাতে সংগঠনের উত্তরবঙ্গের নেতা বিভুতি টুডু বলেন, “আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। আগামী দিনে আরও বৃহৎ আন্দোলনে নামব।”

বিক্ষোভকারীরা ডেপুটেশন জমা দিলেও তারা সরাসরি রাস্তায় অবস্থান নিয়েছেন। শহরের কেন্দ্রস্থল রাস্তায় শতাধিক সশস্ত্র আদিবাসীর উপস্থিতি চাঞ্চল্য সৃষ্টি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here