বাংলায় ইন্ডি জেটের কোন অস্তিত্ব নেই। তাই ইন্ডি জোটে নয়, তবে মিম ,বাম কংগ্রেস যারাই জনতা উন্নয়ন পার্টির সাথে জোট করতে চাইবেন তাদের স্বাগত। মালদায় এসে বললেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। সোমবার মালদায় দলীয় কার্যালয় উদ্বোধনে আসেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইন্ডি জোট ও কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। যদিও কোন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টির সাথে জোট করতে চাইলে তাদের স্বাগত। এমনকি ডেডলাইন বেধে দেন তিনি। ১৫ ই ফেব্রুয়ারির মধ্যে জোট করার কথা চূড়ান্ত করতে হবে বলে জানিয়েছেন হুমায়ুন।
যদিও হুমায়ুন কবিরের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি।
Home উত্তর বাংলা মালদা বাংলায় ইন্ডি জেটের কোন অস্তিত্ব নেই,মালদায় এসে বললেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান...


























