বাংলাদেশ সীমান্ত মহদিপুর দিয়ে বাংলাদেশের পালানোর পথে ইংরেজ বাজার থানার পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশী অনুপ্রবেশকারী।

0
28

মালদা:-বাংলাদেশের হৃদয় মিয়া নাম পাল্টে ভারতে পুনিৎ সিং। ভারতীয় নামে বাস করতেন ব্যাঙ্গালোরে। ভিন রাজ্যে বাংলাদেশিদের ধরপাকর শুরু হওয়ার পরই মালদার ভারত বাংলাদেশ সীমান্ত মহদিপুর দিয়ে বাংলাদেশের পালানোর পথে ইংরেজ বাজার থানার পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশী অনুপ্রবেশকারী। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একে গ্রেফতার করেছে পুলিশ।


ধৃত বাংলাদেশিকে শনিবার ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


ধৃত বাংলাদেশির নাম হৃদয় মিয়াঁ (২০)। বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায়। পাঁচ বছর আগে সে ভারতে প্রবেশ করেছিল, জাল ভোটার কার্ড বানিয়ে ব্যাঙ্গালোরে শ্রমিকের কাজ করতো। বর্তমান পরিস্থিতিতে, বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টা করছিল মালদার এই সীমান্ত দিয়ে। আর সেই সময় তাকে ইংরেজ বাজার থানার পুলিশ গ্রেপ্তার করে।


আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা। বিজেপির অভিযোগ, শাসক দলের প্রচ্ছন্ন মধুতেই এই রাজ্যের মাটি ব্যবহার করে অনুপ্রবেশ হয়।


পাল্টা তৃণমূলের দাবি, সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ বিএসএফের। আর যে বাংলাদেশীকে গ্রেফতার করেছে তাকে এই রাজ্যের পুলিশি গ্রেফতার করেছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here