বধু নির্যাতনের দায়ে গ্রেপ্তার এক দন্ত চিকিৎসক।স্ত্রীর উপর অকথ্য অত্যাচার চিকিৎসকের।

0
613

শিলিগুড়ি:-বধু নির্যাতনের দায়ে গ্রেপ্তার এক দন্ত চিকিৎসক।স্ত্রীর উপর অকথ্য অত্যাচার চিকিৎসকের।স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার দন্ত চিকিৎসক।সোমবার বাবুপাড়ার তার নিজের চেম্বার থেকেই গ্রেপ্তার করা হয় সেই চিকিৎসক অরিত্র ভৌমিককে।তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে।অভিযুক্তকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।১০ই ডিসেম্বর ২০২০ সালে সমাজিক রিতীমেনে সুভাষ পল্লির দুর্গা দাস কলোনির তানিয়া দাসের সঙ্গে বিবাহ হয় লেকটাউন মাইকেল মধুসুদন সরনীর দন্ত চিকিৎসক অরিত্র ভৌমিকের।

স্ত্রীর অভিযোগ বিয়ের পর থেকেই তার উপর অকথ্য অত্যাচার চালায় চিকিৎসক অরিত্র ভৌমিক ও তার পরিবার।শুধু তাই নয় তাকে মেরে ফেলার চক্রান্তও করা হয় বলে লিখিত অভিযোগে জানিয়েছেন স্ত্রী তানিয়া দাস।শ্বশুরবাড়ির অত্যাচারে দির্ঘদিন ধরেই বাড়ি ছেরে বাপের বাড়িতে আশ্রয় নিয়েছে অভিযুক্তা স্ত্রী।অবশেষে ন্যায় পেতে এন জে পি থানার দারস্থ হয় সে।৩০শে অগাস্ট লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী তানিয়া দাস।অভিযোগের ভিত্তিতে সোমবার পুলিশ গিয়ে দন্ত চিকিৎসক অরিত্র ভৌমিককে তার বাবুপাড়া চেম্বার থেকে গ্রেপ্তার করে।তার বিরুদ্ধে এনজেপি থানার 498, 494, 307,506,509 IPC r/w 3/4 dp act ধারায় মামলা রুজু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here