আগামী ২০২৬ বিধানসবা নির্বাচনকে পাখির চোখ করে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রতিটি ব্লক কংগ্রেস কমিটির রদ বদল করা হয়েছে। বংশীহারী ব্লক কংগ্রেসের সভাপতি হিসাবে দায়িত্ব পেলেন ২৭ বছরের তরুণ যুবক জামনুর রহমান।
আগামী ২০২৬ বিধানসবা নির্বাচনকে পাখির চোখ করে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রতিটি ব্লক কংগ্রেস কমিটির রদ বদল হয়েছে। আর এই রদ বদলে পশ্চিম বাংলার এই প্রথম ২৭ বছর বয়সের ব্লক কংগ্রেসের সভাপতি হিসাবে দায়িত্ব ভার পেয়েছেন জামাণুর রহমান। আগামীতে শান্তি সম্প্রীতি ন্যায় সমতা বজায় রাখার বার্তা দিলেন বংশীহারী ব্লক কংগ্রেসের সভাপতি জামানুর রহমান। আগামী ২০২৬ বিধানসবা নির্বাচনকে পাখির চোখ করে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রতিটি ব্লক কংগ্রেস কমিটি ঘোষণা হবার পর থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস কমিটির মধ্যে খুশির আমেজ দেখা গিয়েছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের হিলির ব্লক সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দুলাল চক্রবর্তী, বালুরঘাট টাউন কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অজয় সরকার ও বালুরঘাট রুরাল হিসেবে দায়িত্ব পেয়েছেন শংকর মাহাতো। কুমারগঞ্জ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শংকর মজুমদার, তপন কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকেশ সরকার, গঙ্গারামপুর টাউনের কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সঞ্জয় কুমার ঘোষ ও গঙ্গারামপুর রুরাল হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম মর্তুজা মন্ডল, হরিরামপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাজিদ রহমান, বংশীহারী ব্লক কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জামানুর রহমান ও কুশুমন্ডি ব্লক কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইউনুস বাড়ি। শনিবার সন্ধ্যা নাগাদ বংশীহারী ব্লক কংগ্রেসের ২৭ বছর বয়সের তরুণ যুবক সভাপতি জমনুর রহমান কে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দেওয়া হলো। দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত ব্লকে নতুন মুখ তুলে নিয়ে এসেছেন ভারতীয় জাতীয় কংগ্রেস। আগামী ছাব্বিশে নির্বাচনে ভালো রেজাল্ট করবেন বলে জাতীয় কংগ্রেসের দাবি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার মিডিয়া কনভেনর মাসুম ইক্রাম, দুই নম্বর ব্রজবল্লভপুর অঞ্চল কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক, ৩ নাম্বার এলাহাবাদ অঞ্চল কংগ্রেস সভাপতি আইনুল বাড়ি, বংশীহারী ব্লক কংগ্রেসের উপদেষ্টা ফিরোজ কবির সহ অন্যান্য কংগ্রেস সমর্থকরা।
এই বিষয়ে বংশীহারী ব্লক কংগ্রেস কমিটির সভাপতি যামানুর রহমান জানিয়েছে আমরা সকলে মিলে একত্রিত হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা বিজেপি ও তৃণমূলের মত ধর্মের রাজনীতি করিনা আমরা জাতি ধর্ম নির্বিশেষে একত্রিত হয়ে আগামী দিনের ভারতীয় জাতীয় কংগ্রেস দলকে শক্তিশালী ও মজবুত করে তুলতেই আমাদের এই লড়াই।
এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার মিডিয়া কনভেনার মাসুম ইক্রাম জানিয়েছেন আমরা কৃষকদের কথা মাথায় রেখে ও যুবক ভাইবোনদের বেকারত্ব দূর করার জন্য আমাদের এই লড়াই, আগামী দিনে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস দলকে শক্তিশালী ও ভোটে ভালো রেজাল্ট করবার জন্য আমরা সাধারণ মানুষদের কাছে পৌঁছে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।


























