প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি তে কালী মাখার প্রতিবাদে কোচবিহার শহরে ধিক্কার মিছিল বের করল বিজেপি তপশিলি মোর্চা

0
328

কোচবিহার:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি তে কালী মাখার প্রতিবাদে কোচবিহার শহরে ধিক্কার মিছিল বের করল বিজেপি তপশিলি মোর্চা । বৃহস্পতিবার দুপুরে কোচবিহার জেলা বিজেপির তপশিলি মোর্চার পক্ষ থেকে বিজেপির জেলা পার্টি অফিসের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় । মিছিলটি কোচবিহার শহরের মরা পোড়া চৌপতি এলাকা হয়ে বিভিন্ন পথ ধরে পুনরায় পার্টি অফিসে এসে শেষ হয় ।মিছিল বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিল ।
উল্লেখ্য গত সোমবার ১১ই ডিসেম্বর বিজেপির বিকশিত রথ যাত্রার গাড়িতে প্রধানমন্ত্রীর ছবি লাগানো রয়েছে। সেই ছবিতে নিউ কোচবিহার এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালি ছিটিয়ে দেওয়া হয় ।তার প্রতিবাদে একই সঙ্গে এখন পুলিশের পক্ষ থেকে অনুমতি না দেওয়া রথ যাত্রা বের করতে পারে নি বিজেপি তাই পুলিশের বিরুদ্ধে এদিন এই ধিক্কার মিছিল বের করে বিজেপি তপশিলি মোর্চা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here