পুরনো একটি মামলায় দিনহাটা মহাকুমা আদালতে হাজিরা দিতে এলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ।

0
21

কোচবিহার:- পুরনো একটি মামলায় দিনহাটা মহাকুমা আদালতে হাজিরা দিতে এলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক । নিশিত প্রামাণিক আদালত চত্বরে পৌঁছানোর সাথে সাথে তাকে ঘিরে গো ব্যাক স্লোগান ও কালো পতাকা দেখিয়ে চোর চোর বলে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। যদিও এদিন আগে থেকেই দিনহাটা আদালত চত্বরে বিশাল নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল । সে ক্ষেত্রে হাজিরা দেওয়ার সাথে সাথে নিশিত প্রামাণিক সেখান থেকে বেরিয়ে যায়।
জানা যায় ২০১৮ সালে গীতালদহে তৃণমূল কংগ্রেস কর্মী আবুমিয়া খুন হয়। সেই ঘটনায় মোট ৪১ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হলেও আদালতে পুলিশ ২৪ জনের নামে চার্জশিট পেশ করে। সেই চার্জশিটে ২৪ নম্বর আসামি হলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। যদিও তিনি সেই সময় তৃণমূলের যুব কংগ্রেস নেতা ছিলেন। আজ সেই মামলারই হাজিরা দিতে এলে দিনহাটা মহকুমা আদালত চত্বরে পুলিশে নিরাপত্তা লক্ষ্য করা যায়। হাজিরা দেওয়ার পর তার কনভয় যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ঠিক তখন তৃণমূল কংগ্রেস কর্মী, সমর্থকরা কালো পতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান এমনকি তার গাড়িতে ডিম ও পাথর ছুড়ে মারার অভিযোগ ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here