পতিরামে স্ত্রীকে নৃশংস খুনের মামলায় দোষী আবগারি আধিকারিক

0
73

পতিরামে স্ত্রীকে নৃশংস খুনের মামলায় দোষী আবগারি আধিকারিক, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের

বালুরঘাট, ২৯ অগস্ট: স্ত্রীকে নৃশংসভাবে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেলেন আবগারি দপ্তরের আধিকারিক দিবাকর ঘোষ। শনিবার বালুরঘাট জেলা আদালতের এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জজ (ফার্স্ট কোর্ট) সন্তোষ কুমার পাঠক এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

মামলার সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালের ১০ জুন বালুরঘাট ব্লকের পতিরাম নিচা বন্দর এলাকায় স্ত্রী অনন্যা দত্ত রায়কে প্রথমে বাড়ির ভেতর গাড়ি চাপা দিয়ে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করেন দিবাকর ঘোষ। ঘটনার পরদিনই মৃতার বাবা ড. অমলেন্দু দত্ত রায় বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দিবাকর ও তার মাকে গ্রেফতার করে। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও শুনানির পর অভিযুক্ত দিবাকর ঘোষকে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় দোষী সাব্যস্ত করা হয়।

সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্ত্তী জানান, আদালত ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেছে। জরিমানা অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে আসামিকে। ২০১ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানারও নির্দেশ দিয়েছেন বিচারক। তবে প্রমাণের অভাবে দিবাকরের মা-কে খালাস দিয়েছে আদালত।

সরকারি পক্ষের বক্তব্য, “এই রায় নিঃসন্দেহে দৃষ্টান্তমূলক। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে ন্যায়বিচার পেল মৃতার পরিবার।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here