দেড় কেজি সন্দেহজনক ব্রাউন সুগার উদ্ধার

0
29

শিলিগুড়ি শহরে দেড় কেজি ব্রাউন সুগার ছড়িয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং শিলিগুড়ির নকশালবাড়ির
দীনবন্ধু বর্মনকে গ্রেফতার করে ওইদেড় কেজি সন্দেহজনক ব্রাউন সুগার উদ্ধার করল। ধৃত দীনবন্ধু বর্মনের বাড়ি
শিলিগুড়ি মহকুমার নকশাল বাড়িতে।
নকশালবাড়ি থেকে ঐ মাদক নিয়ে শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকায় বিক্রির উদ্দেশ্যে আসছিল ধৃত। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হওয়া প্রায় দেড় কিলো সন্দেহজনক ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য কোটি টাকা। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে দার্জিলিং মোড় থেকে ভক্তিনগর থানা এই জাতীয় সড়কে ফাঁদ পাতে স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং। ওই অভিযানে মিলে গেল সাফল্য। একটি দামি মোটরবাইক করে দীনবন্ধু বর্মন ভক্তিনগর থানা এলাকায় যাচ্ছিল ওই দেড় কেজি ব্রাউন সুগার বিক্রি করতে। ইন্দিরা গান্ধী ময়দানের কাছে পুলিশের জালে ধরা পড়ে যায় সে। দুটি প্যাকেটে দেড় কেজি সন্দেহজনক ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। ‌ অভিযুক্তকে হেফাজতে নিয়ে ধৃত এই মাদক কোথা থেকে সংগ্রহ করেছিল এবং শিলিগুড়িতে কাকে কাকে সাপ্লাই দিত তার তদন্ত শুরু করল ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং। সম্প্রতি কালে এটি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার বড়সড় সাফল্য। ধৃতকে রবিবার পাঠানো হবে জলপাইগুড়ি আদালতে। ধৃতের মোটর বাইকটিকেও বাজেয়াপ্ত করেছে ভক্তিনগর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here