দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের 10 নম্বর সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে খয়ের বাড়ি বালিহারা এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইকো পার্কের উদ্বোধন করলেন হরিরামপুর বিধানসভার বর্তমান বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র, ও দক্ষিণ দিনাজপুর জেলাশাসক আয়েশা রানি

0
518

শীতল চক্রবর্তী, হরিরামপুর দক্ষিণ দিনাজপুর:- দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের 10 নম্বর সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে খয়ের বাড়ি বালিহারা এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইকো পার্কের উদ্বোধন করলেন হরিরামপুর বিধানসভার বর্তমান বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র, ও দক্ষিণ দিনাজপুর জেলাশাসক আয়েশা রানি এবং সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহনাজ পারভীন । এছাড়াও এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও হরিরামপুর ব্লক এর বিভিন্ন তাপস ঘোষ, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র,ও দক্ষিণ দিনাজপুর জেলার লড়াকু নেতা সাবদুল মিত্র , জেলার বিশিষ্ট আইনজীবী তথা জেলার অন্যতম নেতা চিরঞ্জিত মিত্র, হরিরামপুর ব্লক তৃণমূল নেতা মনোজিৎ দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি, ও সহ-সভাপতি গোলাম মোস্তফা‌, সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন।

এদিন মঙ্গলবার বিকেলে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের মানুষজনের উৎসাহ উদ্দীপনার চোখে পড়ল বালিহারা খয়ের বাড়ি ইকো পার্ক এলাকায় মন্ত্রী ও জেলা শাসক উদ্বোধন করতে গেলে আবেগে ভেসে ওঠে স্থানীয়রা। সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের চেষ্টায় 100 দিনের প্রকল্পের মাধ্যমে কুড়ি লক্ষ টাকা ব্যয়ে করে শিশুদের বিনোদনের জন্য এবং বয়স্ক লোকজনদের শরীরচর্চা সময় কাটানোর জন্য একটি ইকো পার্ক তৈরি করে পঞ্চায়েত প্রধান শাহনাজ পারভীন। এখনো পর্যন্ত কোন গ্রাম পঞ্চায়েত এলাকায় এ ধরনের পার্ক জেলাজুড়ে নেই বলে দাবি করেন বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী।

প্রশাসন সূত্রের খবর অনুযায়ী জানা যায় হরিরামপুরের তৎকালীন বিডিও বাসুদেব সরকার হরিরামপুর হাসপাতাল চত্বরে একটি শিশুদের জন্য ও বয়স্ক লোকজনদের শরীরচর্চা করার জন্য পার্ক তৈরি করার উদ্যোগ নিলেও সেই আধিকারিকের বদলি হয়ে যাওয়ার পর সেই প্রকল্প বিশবাঁও জলে। জেলাশাসক দীপাপ্রিয়া পি হরিরামপুর হাসপাতাল চত্বর এলাকায় পার্কের জন্য ফ্রিতে কাটলেও আজও পর্যন্ত হলো না হরিরামপুর সদর এলাকায় শিশুদের জন্য পার্কের ব্যবস্থা কবে সেই পার্ক সেজে উঠবে তাকিয়ে হরিরামপুর বাসী। কিন্তু অবশেষে সৈয়দপুরে গ্রাম


পঞ্চায়েতে প্রধান এর উদ্যোগে তৈরি হলো বালিহারা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইকোপার্ক, যা জেলার মধ্যে কোথাও নেই । পঞ্চায়েত প্রধানের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গোটা হরিরামপুর বাসী ।

এ বিষয়ে হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলায় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিগত দিনে এমন ধরনের পার্কের উদ্যোগ নেওয়া হয়নি সৈয়দপুর গ্রাম পঞ্চায়েত সেটা করেছে আশা করবো এখানে মানুষ জন এসে বিনোদন পাবেন।

এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা আয়েশা রানি জানিয়েছেন পঞ্চায়েত উদ্যোগে ইকোপাক তৈরি হয়েছে । মন্ত্রী কে সঙ্গে নিয়ে ইকো পার্কের উদ্বোধন করা হলো।আশা করব এলাকার মানুষজন অনেকটা উপকৃত হবেন।

গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, আমি মানুষজনের জন্য সব সময় উন্নয়নমূলক কাজ করে যায় এবং আগামী দিনেও মানুষজনের জন্য সবসময় এমন উন্নয়নমূলক কাজ করে যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here