হরিরামপুর: দক্ষিণ দিনাজপুরে পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির
হরিরামপুর থানায় , মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার ব্যবস্থাপনায় এবং পরিচালনায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। হরিরামপুর থানার পুলিশের এই মহৎ উদ্যোগে প্রায় ৬০ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।
এদিন সকাল থেকেই হরিরামপুর থানা প্রাঙ্গণে রক্তদাতাদের ভিড় লক্ষ্য করা যায়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রক্তদানের উদ্দেশ্য হলো এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনে রক্তের যোগান দেওয়া। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের শিবিরে হরিরামপুর থানার পুলিশ কর্মীদের পাশাপাশি সিভিক ভলেন্টিয়াররাও রক্তদান করতে এগিয়ে আসেন।
এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলার উচ্চ পদস্থ আধিকারিকরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, জেলার অতিরিক্ত গ্ৰামীন পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার, গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার, হরিরামপুর বড়ো শুভঙ্কর চক্রবর্তী এবং এএসআই সুব্রত ঘোষ। এছাড়াও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও এই মহৎ কাজে শামিল হন।
জেলার অতিরিক্ত গ্ৰামীন পুলিশ সুপার পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষা করে না, সমাজের প্রতিও তাদের একটি দায়বদ্ধতা আছে। এই ধরনের রক্তদান শিবির সেই দায়বদ্ধতারই একটি অংশ।” তিনি আরও বলেন, এই উদ্যোগের ফলে এলাকার মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় হবে।
রক্তদাতারাও এই উদ্যোগে অংশ নিতে পেরে নিজেদের গর্বিত মনে করছেন। এই ধরনের সামাজিক উদ্যোগের ফলে সমাজের অন্যান্য মানুষেরাও মানবিক কাজে এগিয়ে আসার জন্য উৎসাহিত হবে বলে আশা করা যায়।
বাইট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার।