শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর, ২১ আগস্ট:দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে কিষান ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের বর্ধিত কর্মী সভা ঘিরে রেকর্ড ভিড় দেখা গেল। মহিলা সহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতিতে কার্যত উপচে পড়ল রবীন্দ্রভবন প্রাঙ্গণ।ভিড় সামলাতে প্রশাসনকেও হিমশিম খেতে হয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো কিষান ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের বর্ধিত কর্মী সভায় জেলা তৃণমূলে তরুন যুবক শাহানসা মোল্লা প্রমাণ করলেন জেলায় কিষান ক্ষেত মজদুর সংগঠন এখন শক্তিশালী।সেখানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কিষান ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু সভায় উপস্থিত ছিলেন।
এই কর্মী সভা থেকে আগামী ২৬শের বিধানসভা নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা করা হয়। সেখানে তৃণমূল নেতৃত্বরা দলীয় কর্মীদের নানা দিকনির্দেশনা দেন এবং আগামীতে নির্বাচনে দলের জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সকাল থেকেই জেলা বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দলীয় কর্মী সমর্থক গঙ্গারামপুর রবীন্দ্রভবনে ভিড় করতে শুরু করে। ধীরে এদিন গঙ্গারামপুর হামজাপুর রোড যান জোটে পুলিশকে সামাল দিতে হিমঝিম খেতে হয়।
এদিনের কিষান ক্ষেত মজুরের বর্ধিত সভায় জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, কুশমন্ডির বিধায়ক রেখা রায়,দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি সুভাষ ভাওয়াল, গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের মিডিয়া কনভেনার জয়ন্ত কুমার দাস,জেলা কিষান তৃণমূল খেত মসজিদের সভাপতি শাহানসা মোল্লা,দক্ষিণ দিনাজপুর জেলার প্রথম সারির নেতৃত্ব ,জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা,সাবদুল মিত্র, অশোক মিত্র,কমল সরকার, প্রেমচাঁদ মুনিয়া,গণেশ প্রসাদ,সুব্রত মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন।যা কর্মীদের মধ্যে উৎসাহ এবং মনোবল বাড়ায়।সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন—তাই এই সভাকে ঘিরে জেলাজুড়ে রাজনৈতিক তৎপরতা বেড়েছে বলেই মনে করছেন অনেকই।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কিষান ক্ষেতমজুরের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু ,আমরা কৃষকদের পাশে রয়েছি সকলের জন্য। রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের জন্য রয়েছে তাই এসআরপি চালু হবে না। আর আপনারা বিপদে পড়বেন না।আপনারা বিজেপির চক্রান্ত রুখে দিন,আর জেলার ছয়টি আসন তৃণমূলকে আগামীতে উপহার দিন।”
জেলা তৃণমূলের সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন,”মুখে বড় কথা হলে বললে হবে না, মানুষজনদের পাশে তৃণমূল কংগ্রেসি রয়েছে। দিনে সবার থেকে তা বড় প্রমাণ।”
জেলা কিষান ক্ষেত মজদুর সভাপতি শাহানসা মোল্লা জানিয়েছেন,”কৃষকদের জন্য আমরাই রয়েছি তাদের পাশে।এত পরিমানে কিষান খেত মজুদুর সংগঠনের ব্যাপক পরিমাণ কর্মী-সমর্থক হাজির হওয়ায় সাধুবাদ জানিয়েছেন তাদের।”
এদিন গঙ্গারামপুরে রবীন্দ্রভবনে জেলা কিষাণ খেদমজদুর তৃণমূল কংগ্রেসের জেলার এমন সভাকে ঘিরে রেকর্ড সংখ্যক ভিড় হয়েছিল ,যা এত পরিমানে কর্মী সমর্থকদের ভিড় প্রথম সেখানে হয়েছে বলে মনে করছে অনেকেই