তিয়ার ডাঙ্গী ফুটবল টুর্নামেন্টে নেশামুক্ত সমাজ গড়ার বার্তা

0
105

উত্তর দিনাজপুর:-রায়গঞ্জ ব্লক (২)-এর অন্তর্গত পানিশালার তিয়ার ডাঙ্গীতে দুই দিনব্যাপী ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। তিয়ার ডাঙ্গী যুবক কমিটির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল যুব সমাজকে নেশামুক্ত পথে ফেরানো এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক উন্নয়নকে এগিয়ে নেওয়া।


মেলার মাঠজুড়ে ছিল উৎসবের আবহ। স্থানীয় গ্রামাঞ্চল থেকে শুরু করে আশেপাশের দূরদূরান্ত থেকে আগত মানুষে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। খেলাকে কেন্দ্র করে গ্রামীণ ক্রীড়াপ্রেমীদের উদ্দীপনা তুঙ্গে ওঠে। মাঠের চারপাশে ছিল চট, বাঁশের তৈরি সাময়িক গ্যালারি, আর তারই নিচে জটলা পাকিয়ে গল্পগুজব ও চা-নাশতার আড্ডা। বিশিষ্ট সমাজসেবী বারসেদ আলী বলেন এই খেলার মাধ্যমে আমরা চাইছি যুব সমাজ মাঠমুখী হোক এবং নেশার অভ্যাস থেকে দূরে থাকুক। খেলাধুলা শুধু শারীরিক নয়, মানসিক সুস্থতাও বজায় রাখে। আয়োজকদের মতে এ ধরনের প্রতিযোগিতা স্থানীয় প্রতিভাদের বিকাশে সাহায্য করে এবং যুব সম্প্রদায়কে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করতে বিশেষ ভূমিকা রাখে।


টুর্নামেন্টে আশেপাশের বিভিন্ন গ্রামের একাধিক দল অংশগ্রহণ করে। খেলার উত্তেজনায় গ্যালারিতে দর্শকদের করতালি, ঢাকঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে তিয়ার ডাঙ্গীর মেলা মাঠ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here